sonam kapoor

Sonam Kapoor: সদ্যোজাতকে নিয়ে মুম্বই ফিরলেন সোনম, সকলকে মিষ্টি বিতরণ করলেন দাদু অনিল

হাসপাতাল থেকে ছাড়া পেলেন সোনম কপূর। ছেলে কোলে মুম্বইয়ের বাড়িতে ফিরলেন নায়িকা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২২ ১৯:১৪
Share:

২০ অগস্ট লন্ডনের হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন অভিনেত্রী।

ছেলে কোলে বাড়ি ফিরলেন সোনম কপূর অহুজা। নাতির আসার আনন্দে দাদু অনিল কপূর সকলকে মিষ্টির বাক্স বিতরণ করলেন। অবশ্যই সঙ্গে ছিলেন নতুন বাবা আনন্দ অহুজা। হাতে হাতে এগিয়ে দিচ্ছিলেন মিষ্টির বাক্স। ২০ অগস্ট লন্ডনের হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন অভিনেত্রী।

Advertisement

পরিকল্পনা ছিল এমনটাই। লন্ডনে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মুম্বইয়ের বাড়িতে আসবেন সোনম। বাবা-মায়ের সঙ্গে কাটাবেন ছ’মাস। ছেলে কোলে ধরা দিলেন বাবা আনন্দ অহুজা। পাপারাৎজির ক্যামেরায় ফ্রেমবন্দি হল সদ্যোজাত গৃহপ্রবেশের মুহূর্ত। ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে নতুন মা-বাবা। পুজো হচ্ছে, মন্ত্রপাঠ হচ্ছে।

বাড়ির সামনে অপেক্ষারত চিত্রসাংবাদিক এবং নিরাপত্তারক্ষীদের বিতরণ করা হল মিষ্টি। কপূর পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, মুম্বইয়ে ছ’মাস কাটানোর পর লন্ডন বা দিল্লি চলে যাবেন। দুই জায়গাতেই তাঁর নিজস্ব বাড়ি রয়েছে। কোথায় থাকবেন, এখনও সিদ্ধান্ত নেননি। তবে কাজে ফিরবেন দ্রুত, এমনটাই ভেবেছেন। সন্তান একটু বড় হলেই আবার ছবির কাজে মন দেবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement