সুশান্ত সিংহ রাজপুত ও জিয়া খানের প্রসঙ্গে সলমন খানের নাম টেনে আনলেন তাঁর প্রাক্তন প্রেমিকা। ছবি: সংগৃহীত।
বিশ্নোইদের নিশানায় সলমন খান। ভাইজানের সঙ্গে ঘনিষ্ঠতার জেরেই লরেন্স বিশ্নোইয়ের দল খুন করেছে প্রাক্তন কংগ্রেস নেতা বাবা সিদ্দিকিকে। তার পর থেকে সলমনকে নিয়ে নানা ধরনের মন্তব্য করেছেন অভিনেতার প্রাক্তন প্রেমিকা সোমি আলি। কখনও তিনি লরেন্স বিশ্নোইয়ের সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করেছেন। কখনও আবার কৃষ্ণসার হত্যার সময় সলমন কী বলেছিলেন, তা নিয়ে মন্তব্য করেছেন। তবে কিছু দিন আগে সুশান্ত সিংহ রাজপুতকে নিয়ে তাঁর মন্তব্য বিতর্ক সৃষ্টি করেছে।
রেডিট-এ প্রশ্ন-উত্তর পর্বে যোগ দিয়েছিলেন সোমি। এক নেটাগরিক সোমিকে বলিউডের সবচেয়ে অন্ধকার দিক নিয়ে প্রশ্ন করেন। উত্তরে সোমি বলেছিলেন, “সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেননি। বরং তাঁকে খুনই করা হয়েছে। আমরা সকলেই জানি, জিয়া খানের সঙ্গে কী হয়েছিল। অন্তঃসত্ত্বা অবস্থায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছিলেন তিনি। তার পরে সুরজ পাঞ্চোলি সলমন খানের কাছে গিয়ে পরামর্শ নিলেন আর সেখানেই এই মামলার ইতি হয়ে গেল।”
বিতর্ক শুরু হয় এই মন্তব্য ঘিরে। নতুন একটি পোস্টে সোমি বলেন, “আমি এই বিতর্ক নিয়ে একটা কথা বলতে চাই। এই প্রশ্নোত্তর পর্বে যোগদানের নেপথ্যে আমার একটাই উদ্দেশ্য ছিল— কারও চোখে যেন জল না আসে। মানব পাচার ও গৃহ হিংসায় নির্যাতিতদের পাশে দাঁড়ানোই আমার স্বেচ্ছাসেবী সংস্থা ‘নো মোর টিয়ার্স-এর কাজ।”
সোমির দাবি, ওই প্রশ্নের উত্তরগুলি তাঁর দেওয়া নয়। স্বেচ্ছাসেবী সংস্থার সহ-সভাপতি অক্ষয় শর্মা নাকি তাঁর নাম করে এই উত্তর দিয়েছেন। সোমি বলেছেন, “আমার অনুমোদন ছাড়াই ওই মন্তব্য করা হয়েছে। যার ফলে বহু ভুল বার্তা গিয়েছে। সকলেই জানে, লাইভ প্রশ্নোত্তর পর্বে অত দ্রুত আমি টাইপ করতে পারি না।”
সলমনের প্রাক্তন প্রেমিকা ইনস্টাগ্রাম পোস্টে আরও লেখেন, “অতীত থেকে কারও সম্পর্কে মন্তব্য করার আর কোনও আগ্রহ নেই আমার। আমি শুধু আমার কাজ নিয়ে কথা বলতে চাই।” সোমির অভিযোগ, সাক্ষাৎকারে তাঁকে শুধুই সলমন খান প্রসঙ্গে প্রশ্ন করা হয়। তাই এ বার থেকে সংবাদমাধ্যমের সঙ্গেও বুঝে কথা বলবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শুধু নিজের স্বেচ্ছাসেবী সংস্থার কাজ ও প্রচার নিয়েই ব্যস্ত থাকবেন বলে জানান অভিনেত্রী।