চরিত্রের সাজে সোহিনী।
সোহিনী সেনগুপ্ত। নাটকের মঞ্চ তাঁর চেনা মাঠ। ছবিতেও তিনি সমান স্বচ্ছন্দ। সেই সোহিনীই এ বার ঠাকুমা। ‘ঠাকুরমার ঝুলি’র ঠাকুমা। সৌজন্যে স্টার জলসার আসন্ন শো ‘ঠাকুরমার ঝুলি’।
লাল কমল, নীল কমল, বুদ্ধু ভূতুম, মণিমালার গল্প পড়েই একটা প্রজন্মের ছোটবেলা কেটেছে। আবার একটা প্রজন্মের কাছে এ সব অধরা। হারিয়ে যাওয়া সেই নস্ট্যালজিয়া ফের এই শো-এর হাত ধরে ফিরে আসবে বলে মনে করেন নির্মাতারা। শনি এবং রবিবার রাত সাড়ে ন’টায় টিভির পর্দায় ফিরবে হারিয়ে যাওয়া গল্পেরা।
সদ্য ১০ বছরের জন্মদিন সেলিব্রেট করেছে এই চ্যানেল। তাই সপ্তাহ শেষে ‘ঠাকুরমার ঝুলি’ ছাড়াও আসছে ‘এ বার জমবে মজা’ নামের আরও একটি মজার শো। ‘ভজ গোবিন্দ’ খ্যাত রোহন এই শো উপস্থাপনা করবেন। শিশু প্রতিযোগীরা অংশ নেবে এই অনুষ্ঠানে। বিচারকের আসনে থাকবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শিলাজিত্ মজুমদার এবং বিশ্বনাথ বসু।
আরও পড়ুন, ঝগড়া চরমে, কনীনিকার হাতে ভাত খেতে চাইলেন না শাশুড়ি!
(টলিউডের প্রেম, টলিউডের বক্স অফিস, বাংলা সিরিয়ালের মা-বউমার তরজা -বিনোদনের সব খবর আমাদের বিনোদন বিভাগে।)