Ekta Kapoor in legal trouble

‘উর্দিধারী সেনা জওয়ান লিপ্ত অবৈধ যৌনক্রিয়ায়’, বিস্ফোরক অভিযোগ একতা কপূরের বিরুদ্ধে

২০২০ সালে এই অভিযোগ তুলেছিলেন বিকাশ পাঠক তথা হিন্দুস্থানি ভাউ। সেই অভিযোগের ভিত্তিতেই আদালতের বিচারপতি মুম্বই পুলিশকে ঘটনার তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪৭
Share:

আইনি জটিলতায় একতা কপূর। ছবি: সংগৃহীত।

আইনি জটিলতায় জড়ালেন একতা কপূর। প্রযোজকের ওটিটি অ্যাপে এক সিরিজ়ের একটি দৃশ্য নিয়ে আপত্তি তোলেন নেটপ্রভাবী বিকাশ পাঠক। তিনি সমাজমাধ্যমে ‘হিন্দুস্থানি ভাউ’ নামে পরিচিত। বিকাশের দাবি, ভারতীয় সেনাকে অপমান করেছেন একতা। এই অভিযোগের ভিত্তিতে মুম্বইয়ের এক স্থানীয় আদালত মুম্বই পুলিশকে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছে।

Advertisement

২০২০ সালে এই অভিযোগ তুলেছিলেন বিকাশ পাঠক তথা হিন্দুস্থানি ভাউ। সেই অভিযোগের ভিত্তিতেই আদালতের বিচারপতি মুম্বই পুলিশকে ঘটনার তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন। আগামী ৯ মে-র মধ্যে মুম্বই পুলিশকে তদন্তের রিপোর্ট জমা করার নির্দেশ দিয়েছেন তিনি।

একতা কপূরের এই ওটিটি অ্যাপে দেখানো হয়েছিল উর্দিধারী সেনা অবৈধ যৌন সম্পর্কে লিপ্ত। এই দৃশ্য নিয়েই আপত্তি ছিল বিকাশ পাঠকের। তাই একতা কপূর ও তাঁর মা-বাবা শোভা কপূর ও জিতেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন তিনি। কেন উর্দিধারী সেনা জওয়ানকে অবৈধ সঙ্গম দৃশ্যে দেখানো হল, তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন হিন্দুস্থানি ভাউ। তাঁর দাবি, “আমাদের দেশের গর্ব, ভারতীয় সেনাকে নির্লজ্জের মতো ছোট করে দেখানো হয়েছে। উর্দিতে জাতীয় পতাকার ছাপ রয়েছে। তা নিয়ে নাকি এক সেনা জওয়ান সঙ্গম করছেন।”

Advertisement

এই প্রসঙ্গে এখনও কোনও প্রতিক্রিয়া আসেনি একতার পক্ষ থেকে। তবে এই প্রথম নয়। এই ওটিটির জন্য একতার দিকে আঙুল উঠেছিল আগেও। বিজেপি বিধায়ক অভিলাষ পাণ্ডে অভিযোগ করেছিলেন, ‘গন্দি বাত’ নামে এক সিরিজ়ে শিশুদের নিয়ে আপত্তিজনক দৃশ্য দেখিয়েছেন একতা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement