Shobhita-Naga

নাগার ঠাকুমার শাড়িতে বিয়ে সামান্থার, হবু স্বামীর প্রাক্তনকে টেক্কা দিতে কী করলেন শোভিতা

৪ ডিসেম্বর ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নাগা। এ বার পাত্রী অভিনেত্রী শোভিতা ধূলিপালা। বিয়ের জন্য শাড়ি বাছাই সারা। সেখানেই সামান্থার সঙ্গে কোন মিল রয়েছে নাগার হবু স্ত্রীয়ের?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ১৮:২৮
Share:

সামান্থার দেখানো পথেই হাঁটবেন শোভিতা! ছবি: সংগৃহীত।

২০২১ সালের ২ অক্টোবর চার বছরের দাম্পত্যে ইতি টানার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন সামান্থা রুথ প্রভু। দক্ষিণী তারকা নার্গাজুনের ছেলে অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে তাঁর পর্দার প্রেম এবং বাস্তবের প্রেম নিয়ে মাতামাতি ছিল দর্শকের মধ্যে। কিন্তু বনিবনার অভাবে ছাদ আলাদা হয়ে যায় তাঁদের। নাগার সঙ্গে ভালবেসে বিয়ে। দক্ষিণী মতে বিয়ে হয় তাঁদের। আবার একই সঙ্গে খ্রিষ্টান রীতি মেনেও বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা। বিয়েতে সামান্থা নাগার ঠাকুমার শাড়িতে সেজেছিলেন। সাদা কাঞ্জিভরম শাড়িতে সোনালী সুতোর পাড়। সঙ্গে সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশা করা ব্লাউজ়। যদিও বিয়ে ভেঙে যাওয়ার পর সেই শাড়ি ফিরিয়ে দেন অভিনেত্রী। ৪ ডিসেম্বর ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নাগা। এ বার পাত্রী অভিনেত্রী শোভিতা ধূলিপালা। বিয়ের জন্য শাড়ি বাছাই সারা। তিনিও কি সামান্থার পথেই হাঁটবেন!

Advertisement

উত্তরটা না, অমিলের মধ্যে মিল রয়েছে সামান্থা-শোভিতার। বিয়ের দিন সামান্থার মতোই শোভিতা হালকা রঙের কাঞ্জিভরম শাড়ি পরছেন। পাড়ে থাকছে সোনার জরির কাজ। ইতিমধ্যেই শাড়ি পছন্দ করা হয়ে গিয়েছে শোভিতার। তবে প্রাক্-বিবাহ অনুষ্ঠানের জন্য অন্ধ্রপ্রদেশের হ্যান্ডলুমের শাড়ি বেছে নিয়েছেন শোভিতা। হবু স্ত্রীয়ের পোশাকের সঙ্গে মানানসই পোশাক পরবেন নাগাও। শোভিতা ভীষণ ভাবেই নিজের শিঁকড়ের সঙ্গে জুড়ে থাকতে ভালবাসেন। সেই মতোই বাগ্দানের সময় সাজপোশাক বাছাই করেন। বিয়েতে দক্ষিণী ভারতীয় রীতিনীতির ছোঁয়া থাকছে শোভিতার সাজে। সম্প্রতি হবু দম্পতির বিয়ের নিমন্ত্রণপত্রের ঝলক ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। সেই সঙ্গে তাঁরা যে পূর্বনির্ধারিত দিনেই নতুন জীবন শুরু করতে চলেছেন, সেই খবরেও সিলমোহর পড়ল। সমাজমাধ্যমে শোভিতা এবং নাগার বিয়ের অনুষ্ঠানের নিমন্ত্রণপত্রের ছবি ছড়িয়ে পড়েছে। সেখানে দুই পরিবারের তরফে অভ্যাগতদের আমন্ত্রণ জানানো হয়েছে। লেখা হয়েছে, ‘‘আমরা আপনাদের শুভেচ্ছা এবং আশীর্বাদের অপেক্ষায় থাকব।’’ যাঁদের কাছে নিমন্ত্রণপত্র পাঠানো হয়েছে, সঙ্গে বেশ কিছু উপহারও রয়েছে। তার মধ্যে অন্যতম হল, ফুল এবং শাড়ি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement