ক্ষোভ উগরে দিলেন সোনু নিগম। ছবি: সংগৃহীত।
তাঁর সঙ্গীতের মূর্ছনায় ভেসে গিয়েছে একাধিক প্রজন্ম। কিন্তু আজ তিনিও নাকি ব্রাত্য। একের পর এক অবিস্মরণীয় গান তাঁর ভাঁড়ারে রয়েছে। এখনও গেয়ে চলেছেন একের পর এক সফল গান। কিন্তু তাও যথাযোগ্য সম্মান পাচ্ছেন না তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের একটি পোস্টে এমন ইঙ্গিতই উস্কে দিলেন সোনু নিগম।
সম্প্রতি মুম্বইয়ের টিনসেল টাউন মেতেছিল এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। বহু সঙ্গীতশিল্পী মনোনীত হয়েছিলেন। কিন্তু কোথাও ছিল না সোনুর নাম। তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন গায়ক। খোঁচা দিয়ে সেই অনুষ্ঠানকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। তার সঙ্গেই রাজস্থানের প্রশাসনিক ব্যবস্থার প্রসঙ্গও টেনে এনেছেন সোনু। অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজক রাজস্থান প্রশাসনের কাছে দায়বদ্ধ বলেও খোঁচা দিয়েছেন গায়ক। প্রথমে এই রাজস্থানের প্রসঙ্গ বুঝতে পারেননি সোনুর অনুরাগীরা। পরে তাঁরাই অতীত খুঁড়ে বিষয়টির খোলসা করেছেন।
তিন মাস আগের ঘটনা। জয়পুরের অনুষ্ঠানে গান গাইছিলেন সোনু নিগম। অনুষ্ঠান চলাকালীনই দর্শকাসন ছেড়ে উঠে গিয়েছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা ও তাঁর দলের সদস্যেরা। এই বিষয়টি মোটেই ভাল ভাবে গ্রহণ করেননি সোনু। সেই প্রসঙ্গ তুলেই খোঁচা দিয়েছেন গায়ক। সেই সময়েও অনুষ্ঠানের এক ঝলক সমাজমাধ্যমে তুলে ধরেছিলেন সোনু। গায়ক লিখেছিলেন, “আমি সমস্ত রাজনীতিবিদদের বলতে চাই, আপনারা যদি মাঝপথে অনুষ্ঠান ছেড়ে চলে যেতে চান, তা হলে আসবেনই না। অথবা গান শুরু হওয়ার আগেই আপনারা বেরিয়ে যাবেন। গান চলাকালীন হঠাৎ বেরিয়ে যাওয়া শিল্পীর জন্য খুবই অসম্মানজনক। এটা দেবী সরস্বতীরও অপমান।”
এই ঘটনায় ব্যথিত হয়েছিলেন সোনু। ‘ভুলভুলাইয়া ৩’ ছবিতে ‘মেরে ঢোলনা’ গানটি গেয়ে সাড়া ফেলেছিলেন সোনু। তাঁর অনুরাগীরা আশা করেছিলেন, এই গানের জন্য মনোনয়ন পাবেন গায়ক। কিন্ত তাঁর নামও সেই তালিকায় না থাকায় অবাক তাঁরাও।