হঠাৎ মঞ্চে কেঁদে ফেললেন সোনু। ছবি: সংগৃহীত।
তাঁর সুরের মূর্ছনায় ভেসেছে একাধিক প্রজন্ম। এখনও মঞ্চে তাঁর গান শুনে মোহিত হন শ্রোতারা। কিন্তু এ বার গান গাইতে গাইতে নিজেই কেঁদে ফেললেন সোনু নিগম! মঞ্চে সাধারণত ‘মেরে ঢোলনা’ গানটি গান না তিনি। কিন্তু শনিবার বেঙ্গালুরুর অনুষ্ঠানে তিনি এই গানটিই গাইলেন। তখনই হঠাৎ আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি।
নিজেই সেই আবেগঘন মুহূর্ত সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন তিনি। নিজেই সোনু জানিয়েছেন, ‘মেরে ঢোলনা’ গানটি গাওয়ার কোনও পরিকল্পনাই তাঁর ছিল না। এমনকি মহড়ার সময়েও গানটি অভ্যাস পর্যন্ত করেননি। কিন্তু মঞ্চে গিয়ে শেষ পর্যন্ত এই গানটি গাইতে শুরু করেন সোনু নিগম। গাইতে গাইতে গলা ধরে আসে তাঁর। জল চলে আসে চোখেও। মঞ্চেই সোনু জানান, এই গান নিয়ে কোনও প্রস্তুতিই তাঁর ছিল না।
২০২৩ সালে সোনুর মা প্রয়াত হয়েছিলেন। সেই সময়ে রোজ কাঁদতেন গায়ক। বিশেষ করে মঞ্চে ‘কেয়া হুয়া তেরা ওয়াদা’ গানটি গাইতে গেলেই কেঁদে ফেলতেন তিনি। নিজেই জানান সোনু।
শনিবারের অনুষ্ঠান শেষ হওয়ার পরে গায়ক নিজেই একটি ভিডিয়োবার্তায় বলেছেন, “আজ বেঙ্গালুরুতে আমার অনুষ্ঠান ছিল। গাইতে গাইতে আমি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। আসলে সকালে ঘুম থেকে উঠেছিলাম শারীরিক, মানসিক ক্লান্তি নিয়ে। তবে আজ বেঙ্গালুরুতে অনুষ্ঠান করে বুঝেছি, কোনও শিল্পী কখনও নিখুঁত না গাইলেও, আবহ এমন তৈরি হয়ে যায়, শ্রোতারা অনায়াসে গানের সঙ্গে যোগ তৈরি করতে পারে। আবেগতাড়িত হয়ে তাঁরা কেঁদেও ফেলেন।”
সোনু আরও বলেন, “মঞ্চে দাঁড়িয়ে আমি এত কেঁদেছি। আমার নিয়ন্ত্রণের মধ্যে থাকলে আমি গান থামিয়ে দিতাম। কিন্তু শ্রোতারা ভাবতেন, তাঁদের আঘাত করার জন্য আমি গাইছি না।” ‘অগ্নিপথ’ ছবির ‘অভি মুঝমে কহিঁ’ গানটি শোনার সময়েও কেঁদে ফেলেন বলে জানান সোনু।