জটিলেশ্বর মুখোপাধ্যায়।— ফাইল চিত্র।
প্রয়াত সঙ্গীতশিল্পী জটিলেশ্বর মুখোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
গত ৬ ডিসেম্বর থেকে ডায়াবেটিস, হাইপারটেনশন, কিডনিজনিত বিভিন্ন সমস্যা নিয়ে আর এন টেগোর হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শেষ ক’দিন ভেন্টিলেশনে ছিলেন শিল্পী। হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে মাল্টি অর্গান ফেলিওর হয়ে মৃত্যু হয়েছে তাঁর।
১৯৩৪-এ চুঁচুড়ায় জন্ম হয় জটিলেশ্বরের। চুঁচুড়া কলেজ থেকে স্নাতক হন তিনি। সতীনাথ মুখোপাধ্যায়ের কাছে দীর্ঘ ১০ বছর তালিম নিয়েছেন তিনি। চিন্ময় লাহিড়ী এবং সুধীর দাশগুপ্তের কাছে পেয়েছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষা।
বলিউড-টলিউড-টেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
১৯৬৩-তে ‘একটি রঙিন ফুল’ গানটি প্রথম রেকর্ডস করেন জটিলেশ্বর। তবে ১৯৬৮-এ ‘বঁধূয়া আমার চোখে’ গানটি তাঁকে প্রথম জনপ্রিয়তা দিয়েছিল।
আরও পড়ুন, ১২ মাসে ১২ টুইটে ১২ নায়িকা...
গান লেখা হোক সুর দেওয়া বা গান গাওয়া— সবেতেই দক্ষ ছিলেন জটিলেশ্বর। তাঁর সুরে বহু শিল্পী গান গেয়েছেন। মনোময় ভট্টাচার্য দীর্ঘদিন তাঁর কাছে তালিম নিয়েছেন। মনোময়ের কথায়, ‘‘গুরু হারালাম। জটিলদার মতো কম্পোজার পশ্চিমবঙ্গে বিরল। তাঁর আরও অনেক কিছু পাওয়ার কথা ছিল। কিন্তু জীবদ্দশায় সঠিক মূল্যায়ণ হল না। এটা দুঃখের।’’ জটিলেশ্বরের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে শিল্পী মহলে।