abhijit bhattacharya

ভোট না দিয়ে কেউ যেন মরে না যায় গানে পরামর্শ অভিজিতের, সাহায্য নিলেন শাহরুখের

চমক রয়েছে গানের সুরে। নিজের গাওয়া গান বেছে নিলেন তিনি। 'চলতে চলতে' ছবির 'সুনো না সুনো না সুনলো না'।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২১ ১৩:১২
Share:

অভিজিৎ ভট্টাচার্য।

বাংলার নির্বাচন ও বাংলায় করোনা পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় গায়ক অভিজিৎ ভট্টাচার্য। এক ঢিলে মারলেন দুই পাখি। একই গানে দুই বিষয় নিয়ে পরামর্শ দিলেন গায়ক। আলাদা করে এই গানের কোনও নাম তিনি দেননি। কিন্তু তাঁর মতে আকর্ষণীয় দু'টি লাইন তিমি তাঁর ভিডিয়োর উপরে তুলে ধরলেন। প্রথমত, 'ভোট না দিয়ে ম'রো না, ভোট দেওয়ার পরে মরো না'। দ্বিতীয়টি হল, 'কী যে হবে বেঙ্গলের'।

Advertisement

চমক রয়েছে গানের সুরে। নিজের গাওয়া গান বেছে নিলেন তিনি। 'চলতে চলতে' ছবির 'সুনো না সুনো না সুনলো না'। যেই সুর গুনগুন করলেই মনে পড়ে শাহরুখ খান এবং রানি মুখোপাধ্যায়ের প্রেমে ভরা খুনসুটির দৃশ্যগুলি। জন সাধারণের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য অভিজিৎ সেই বৈগ্রহিক গানকেই বেছে নিলেন।

গানের মাধ্যমে বিজেপি সমর্থক অভিজিৎ সাম্প্রতিক করোনা পরিস্থিতির কথা তুলে ধরতে চাইলেন।

Advertisement

গানের কিছু কথা এখানে উল্লেখ করা হল,
"অক্সিজেন নেই, কোনও মেডিসিনও নেই, হস্পিটালে কোনও বেড নেই/ নেতারা ব্যস্ত প্রচারে, ওদের পয়সা নষ্ট করো না/ ভোট দেওয়ার আগে মরো না।" যদিও কোনও একটি দলের হয়ে প্রচার বা কোনও একটির নিন্দা করেননি তিনি। করোনা পরিস্থিতির বিষয়ে চিন্তা প্রকাশ করেছেন নতুন এই কথান্তরে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement