kangana ranaut

Kangana Ranaut: কঙ্গনার মৌলবাদী মন্তব্য সমর্থন করি না, ওঁর প্রতিভাকে শ্রদ্ধা করি, ‘থালাইভি’ দেখে সিমি

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২১ ১৪:৫৫
Share:

সিমির সঙ্গে কঙ্গনা।

সম্প্রতি মুক্তি পেয়েছে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার জীবনী চিত্র ‘থালাইভি’। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন কঙ্গনা রানাউত। শুক্রবার কাছের মানুষ এবং সহকর্মীদের জন্য আলাদাভাবে এই ছবি দেখানোর ব্যবস্থা করেছিলেন তিনি। সেখানে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী সিমি গারেওয়ালও।

‘থালাইভি’ দেখে কঙ্গনাতে মুগ্ধ সিমি। তিনি জানিয়েছেন, জয়ললিতা তাঁর চরিত্রে ঐশ্বর্যা রাই বচ্চনকে দেখতে চেয়েছিলেন। কিন্তু সেই ভাবনা বাস্তবে রূপান্তরিত হয়নি। তবে সিমির মতে, নিজের চরিত্রে কঙ্গনাকে দেখেও খুশি হতেন জয়ললিতা। টুইটারে তিনি কঙ্গনার অভিনয়ের ভূয়সী প্রশংসা করেন। তিনি লেখেন, ‘কঙ্গনার মৌলবাদী মন্তব্যকে আমি সমর্থন করি না। কিন্তু ওর অভিনয় প্রতিভাকে আমি শ্রদ্ধা করি। ও মন-প্রাণ দিয়ে অভিনয় করে।’ অতীতে জয়ললিতার সাক্ষাৎকার নিয়েছিলেন সিমি। সেই সুবাদে তাঁকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলেন অভিনেত্রী। টুইটে তাঁর সংযোজন, ‘জয়াজি চেয়েছিলেন ঐশ্বর্যা ওঁর চরিত্রে অভিনয় করুন। তবে আমি নিশ্চিত, কঙ্গনার অভিনয় দেখলেও তিনি সম্মতি দিতেন।’

Advertisement

শুধুই সিমিই নন, কঙ্গনার ছবি দেখতে উপস্থিত হয়েছিলেন অর্জুন রামপাল, বিবেক অগ্নিহোত্রি, প্রসূন জোশীর মতো তারকাও। হিন্দির সঙ্গেই তামিল এবং তেলুগু ভাষাতেও মুক্তি পেয়েছে ‘থালাইভি’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement