ভাই-ভাই এক ঠাঁই

‘ব্রাদার্স’ ছবিতে সিদ্ধার্থ মালহোত্রের অভিনয়ে উচ্ছ্বসিত পরিচালক করণ মলহোত্র। তাঁর আগামী ছবিতে সিদ্ধার্থের কাজের প্রশংসা করে করণ বলেন, “নিজের সেরাটা উজার করে দিয়েছেন সিদ্ধার্থ।”২০১১-এর হলিউডি ছবি ‘ওয়ারিয়র’-এর অফিসিয়াল রিমেক ‘ব্রাদার্স’। ছবিতে অক্ষয় কুমার এবং সিদ্ধার্থ মালহোত্র বিচ্ছিন্ন হয়ে যাওয়া দুই ভাই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ জুন ২০১৫ ০০:০০
Share:

‘ব্রাদার্স’ ছবিতে সিদ্ধার্থ মালহোত্রের অভিনয়ে উচ্ছ্বসিত পরিচালক করণ মলহোত্র। তাঁর আগামী ছবিতে সিদ্ধার্থের কাজের প্রশংসা করে করণ বলেন, “নিজের সেরাটা উজার করে দিয়েছেন সিদ্ধার্থ।”২০১১-এর হলিউডি ছবি ‘ওয়ারিয়র’-এর অফিসিয়াল রিমেক ‘ব্রাদার্স’। ছবিতে অক্ষয় কুমার এবং সিদ্ধার্থ মালহোত্র বিচ্ছিন্ন হয়ে যাওয়া দুই ভাই। বহুদিন পরে এক মার্শাল আর্ট টুর্নামেন্টে পরস্পরের বিপরীতে তাঁদের দেখা হয়। চরিত্রের উপযুক্ত হয়ে উঠতে অক্ষয় এবং সিদ্ধার্থ— দুজনকেই বিস্তর কাঠখড় পোড়াতে হয়েছে। অক্ষয়কে ১৭ কেজি ওজন কমাতে হয়েছে। আবার সিদ্ধার্থকে ১০ কেজি ওজন বাড়াতে হয়েছে। মিক্সড মার্শাল আর্টের এই ছবি নিয়ে প্রচুর গবেষণাও করেছেন পরিচালক। ২০১২-এ ‘অগ্নিপথ’ দিয়ে পরিচালনার যাত্রা শুরু হয়েছিল করণের। ‘ব্রাদার্স’ তাঁর দ্বিতীয় ছবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement