Shweta Bachchan

বিয়ের আগে মাত্র ১০ দিনের পরিচয়, মেয়ে শ্বেতা ও জামাই নিখিলকে নিয়ে কী বলেন অমিতাভ?

১৯৯৭ সালে বিয়ে হয় অমিতাভ-কন্যার। আগে থেকে চেনা জানা, তবু প্রেমের সুযোগ পেলেন না কেন শ্বেতা বচ্চন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৫ ১৫:৫৩
Share:
এত তাড়াহুড়ো কেন করেছিল বচ্চন পরিবার শ্বেতার বিয়ে নিয়ে?

এত তাড়াহুড়ো কেন করেছিল বচ্চন পরিবার শ্বেতার বিয়ে নিয়ে? ছবি: সংগৃহীত।

রাজ কপূর তাঁর দাদামশাই। অমিতাভ বচ্চন সম্পর্কে শ্বশুরমশাই। কিন্তু তাঁর কোনওদিন অভিনেতা হওয়ার ইচ্ছে হয়নি। বরং, লাইট-সাউন্ড-ক্যামেরার দুনিয়া থেকে দূরে তিনি নিজের পরিচয় তৈরি করেছেন বাণিজ্যমহলে। নিখিল নন্দ আজ দেশের প্রথম সারির ব্যবসায়ীদের মধ্যে অন্যতম। তাঁর সঙ্গে ১৯৯৭ সালে বিয়ে হয় অমিতাভ-কন্যা শ্বেতা বচ্চনের। আগে থেকে দেখে শুনে নয় বরং মেয়ে-জামাইয়ের চটজলদি বিয়েতে কী বলেছিলেন অমিতাভ?

Advertisement

পোশাক শিল্পী আবু জানি ও সন্দীপ খোলসার মাধ্যমেই স্বামী নিখিলের সঙ্গে পরিচয়। পেনসিলভ্যানিয়া ইউনিভার্সিটির হোয়ার্টন স্কুল থেকে তিনি বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেন। দেশে ফিরতেই শ্বেতার সঙ্গে আলাপ। মাত্র ১০ দিনের আলাপেই শ্বেতা সিদ্ধান্ত নেন নিখিলকেই বিয়ে করবেন। বচ্চন পরিবারের অন্দরের রীতি নীতি কড়া। বিয়ের আগে দেখা সাক্ষাৎ করার সুযোগটুকুও পাননি শ্বেতা। তিনি বলেন, ‘‘আমাদের দেখা হল বিয়ের ১০ দিন আগে। তার পর আমাদের বাড়িতে প্রস্তাব গেল। আমি পাঁচ মিনিট ভেবেই হ্যাঁ করে দিই। বিয়ের আগে প্রেমের সময় পাইনি।’’

মেয়ে জামাইয়ের এমন সিদ্ধান্তে খুশি অমিতাভও। তিনি বেশ কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে জানান, বিয়ের পর নাকি বদলে যান শ্বেতা। অমিতাভ বচ্চনের মেয়ের পরিচয় থেকে ভাল স্ত্রী হয়ে ওঠেন। অমিতাভের কথায়, ‘‘শ্বেতাকে নিয়ে নিখিল খুশি, আমারও সকলে খুশি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement