Shruti Das

Pride Month: ইন্ডাস্ট্রিতে অনেককেই দেখেছি সমলিঙ্গে ভালবেসে যন্ত্রণা সহ্য করতে, সেই যন্ত্রণাকেই কুর্নিশ

বাবারা এখনও সমলিঙ্গ প্রেমের ঘোর বিরোধী। ঝলকে তাই তাঁদেরকে শ্রুতির বার্তা, সব ভালবাসাই সহজ,সুন্দর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুন ২০২২ ১২:৪৫
Share:

‘জরা জরা’ গানের অনুষঙ্গে শ্রুতি-অনুস্মিতার প্রেম।

জুন মাসেও ‘অকাল বসন্ত’! বর্ষাকে সাক্ষী রেখে লিঙ্গভেদহীন ভালবাসায় (প্রাইড মান্থ) ডুব দেওয়ার ডাক আকাশে-বাতাসে। সেই ডাকেই সাড়া দিলেন শ্রুতি দাস। নায়ক নয়, বিপরীতে নায়িকা তাঁর! নেটমাধ্যমে অভিনেত্রীর উদ্‌যাপনের সঙ্গী অনুস্মিতা দত্ত। ‘জরা জরা’ গানের অনুষঙ্গে দুই নারীর প্রেম। সেই প্রেম সাদায়-কালোয়।

Advertisement

আনন্দবাজার অনলাইনকে শ্রুতি বলেছেন, ‘‘অভিনয়ের পাশাপাশি আমি নৃত্যশিল্পীও। সেখানেই বহু শিল্পী, নৃত্য পরিচালক, রূপটান শিল্পীকে দেখেছি সমলিঙ্গে ভালবেসে প্রতি মুহূর্ত যন্ত্রণা সহ্য করছেন। তাঁদের সেই যন্ত্রণাকেই কুর্নিশ জানালাম।’’

কী ভাবে নিজের অনুভূতি ঝলকে বন্দি করেছেন শ্রুতি? কখনও তিনি গানের তালে মিস দত্তের চুলে বিলি কেটে দিয়েছেন। কখনও সোহাগে-আদরে ভরিয়ে দিয়েছেন সঙ্গিনীকে। সমলিঙ্গের ভালবাসাও যে কত সুন্দর, আরও এক বার তুলে ধরে ফের সোচ্চার শ্রুতি। সমাজকে বার্তা দিয়েছেন, একুশের ভালবাসাকে গণ্ডিতে বাঁধা মস্ত ভুল। অভিনেত্রী সেই সব মা-বাবাদের সতর্ক করতে চাইছেন, যাঁরা সন্তানের সমকামকে আজও ‘বিকৃত’ ভাবেন। তাঁদের প্রতি অভিনেত্রীর অনুরোধ, ‘‘পরিবারের কর্তা বা বাবারা সমলিঙ্গ প্রেমের ঘোর বিরোধী। মায়েরা তবু সন্তানের পাশে থাকেন। সেই বাবাদের বলছি, সন্তানের যন্ত্রণা বুঝুন। তাদের পাশে থাকুন। কোনও ভালবাসাই পাপ নয়।’’

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement