অভিনেতা শ্রেয়স তলপড়ে। ছবি: সংগৃহীত।
বৃহস্পতিবার রাতে আচমকা হৃদ্রোগে আক্রান্ত হন অভিনেতা শ্রেয়স তলপড়ে। মুম্বইয়ে তাঁর আগামী ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর শুটিংয়ের কাজ চলছিল। মারপিটের দৃশ্য শুট করার পর বাড়ি ফিরতেই বুকে চাপ অনুভব করেন অভিনেতা। এক মুহূর্তে দেরি না করেই মুম্বইয়ে পশ্চিম অন্ধেরির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। অ্যাঞ্জিওপ্লাস্টিও করানো হয়। তবে যতই দ্রুত নিয়ে যাওয়া হোক না কেন, ১০ মিনিটের জন্য বন্ধ হয় যায় তাঁর হৃদ্যন্ত্র। এখন কেমন আছেন অভিনেতা?
বৃহস্পতিবার সারা দিন সুস্থই ছিলেন অভিনেতা। মুম্বইয়ে তাঁর আগামী ছবির শুটিংয়ের কাজে ব্যস্ত ছিলেন। ছবির সেটে শুটিংয়ের মাঝে সকলের সঙ্গে হাসিঠাট্টা করছিলেন শ্রেয়স। একটি মারপিটের দৃশ্য শুট করার পর তিনি বাড়ি ফিরে যান। এর পর থেকেই তিনি অস্বস্তি বোধ করতে শুরু করেন। স্ত্রী দীপ্তি তলপড়েকে সেই কথা জানান। হাসপতালে নিয়ে যাওয়ার পথে বন্ধ হয়ে যায় তাঁর হৃদ্যন্ত্র, ঘাবড়ে যান তাঁর স্ত্রী। কান্নায় ভেঙে পড়েন দীপ্তি। তবে আশঙ্কার মেঘ কেটেছে। অভিনেতার স্ত্রী জানিয়েছেন তাঁর স্বামীর স্বাস্থ্যের খবর। দীপ্তি সমাজমাধ্যমের পাতায় লেখেন, ‘‘আমাদের বন্ধু, শুভানুধ্যায়ী সকলের কাছে কৃতজ্ঞ আমাদের কঠিন সময়ে এ ভাবে পাশে দাঁড়ানোর জন্য। আপনাদের সকলকে স্বস্তির সঙ্গে জানাচ্ছি, আমার স্বামী এখন আগের থেকে অনেক ভাল আছেন। আর কয়েক দিন পরে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসতে পারব। চিকিৎসক টিমের কাছে আমি কৃতজ্ঞ। এমন এক দুঃসময়ে আপনারা যে ভাবে পাশে থেকে ভরসা দিয়েছেন আমাদের দু’জনকে, তার জন্য ধন্যবাদ।’’