Tollywood Strike

গিল্ডের সমস্যায় টলিপাড়ায় কর্মবিরতির ডাক, শুটিং বন্ধ একাধিক সিরিয়ালের

মঙ্গলবার সকালে ইলেকট্রিশিয়ান গিল্ড টলিপাড়ায় কর্মবিরতির ডাক দেয়। সকাল থেকেই একাধিক সিরিয়ালের শুটিং বন্ধ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৪ ১১:৪৫
Share:

—প্রতীকী ছবি।

মঙ্গলবার সকালেই টলিপাড়ার দৈনন্দিন কর্মসূচিতে তাল কাটল। টেকনিশিয়ানদের একাংশ সকাল থেকেই কর্মবিরতির ডাক দিয়েছেন। জানা যাচ্ছে, ইলেকট্রিশিয়ান গিল্ডের অভ্যন্তরীণ সমস্যার কারণে মঙ্গলবার সকাল থেকে কর্মবিরতির ডাক দিয়েছেন তাঁরা।

Advertisement

সূত্রের খবর, টলিপাড়ার ইলেকট্রিশিয়ান গিল্ডের কিছু সদস্যকে গিল্ডের আসন্ন নির্বাচনে দাঁড়াতে বাধা দেওয়া হয়েছে। দেওয়া হচ্ছে ক্রমাগত হুমকি। তার ফলেই তাঁরা কর্মবিরতির ডাক দিয়েছেন। মঙ্গলবার সিরিয়ালের এক সহকারী পরিচালক বললেন, ‘‘সকাল থেকেই কাজ বন্ধ। কী করব জানি না। ফ্লোরে অনেক ক্ষণ ধরে ইউনিট বসেই রয়েছে।’’

তা হলে কি টলিপাড়ায় মঙ্গলবার থেকে অনির্দিষ্ট কালের জন্য শুটিং বন্ধ থাকবে? উত্তর পেতে আনন্দবাজার অনলাইনের তরফে ফেডারেশন (ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়াকার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া) সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, ‘‘সকালে একটু সমস্যা হয়েছিল। কিন্তু পরে সমস্যা মিটে গিয়েছে। ফেডারেশন কখনও শুটিং বন্ধ করাকে সমর্থন করে না। আমি এই মুহূর্তে গঙ্গাসাগরে রয়েছি। বিকেলে কলকাতায় ফিরেই সমস্যা খতিয়ে দেখব।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement