শুটিং চলছে ‘হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী’র।
হায়দরাবাদের ফিল্ম সিটিতে চলছে রাজসূয় যজ্ঞ! শুটিং চলছে ‘হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী’র। দেবের প্রযোজনায় দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের দুই গল্পকে মিলিয়ে ছোটদের জন্য ছবি করছেন পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়। এক ভাল রাজা, এক দুষ্টু মন্ত্রী ও তার ষড়যন্ত্র— এ সব নিয়েই রূপকথা। সেই রাজা-রানি-মন্ত্রীদের লুকই সামনে এল এ বার। হবুচন্দ্র রাজার চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়, গবুচন্দ্র মন্ত্রী খরাজ মুখোপাধ্যায়। ভাল মন্ত্রী হয়েছেন শুভাশিস মুখোপাধ্যায়, হবুচন্দ্রের রানি অর্পিতা চট্টোপাধ্যায়। গুরুদেবের চরিত্রে বরুণ চন্দ।
রামোজি ফিল্ম সিটির বিশাল সেটে দিবারাত্র চলছে শুটিং। চলছে মজা-হুল্লোড়ও। তবে পরিচালক, কলাকুশলী কারওই দম ফেলার অবসর নেই। অনিকেত বললেন, ‘‘খরাজ আর অপুকে (শাশ্বত) প্রায় ঘুমোতে দিচ্ছি না বললেই চলে, এত চাপ নিয়ে শুটিং করছি। আসলে সাধ আর সাধ্যের মধ্যে একটা ফারাক হয়ে গিয়েছে! বাংলা ছবিতে ‘বাহুবলী’র সেট ব্যবহার করছি। তাতে রোজ ২৫০-৩০০ জন জুনিয়র আর্টিস্ট প্রয়োজন, শিডিউলও আর ক’টা দিন বাড়ালে ভাল হত। তবে অপু-খরাজ থাকলে মজা হবে না সেটা তো হতেই পারে না।’’ ছবির অভিনেতারাও একবাক্যে স্বীকার করে নিলেন, এতটা গ্র্যাঞ্জার সাম্প্রতিক কোনও বাংলা ছবিতে দেখা যায়নি। ‘‘বাংলায় এই বাজেটে ছবি তৈরি করার সাহস খুব কম প্রযোজকই দেখান। হবুচন্দ্রের রাজসভা, বিচারসভা দেখলে চোখ ধাঁধিয়ে যায়,’’ বললেন খরাজ। শুটিংয়ে তাঁর গাধার পিঠে চাপা নিয়ে হয়েছিল এক বিপত্তি! আবার তেলুগু জুনিয়র আর্টিস্টদের দিয়ে ‘জয় রাজা হবুচন্দ্রের জয়’ বলাতে গিয়ে পরিচালক পড়েছিলেন বেজায় ফাঁপরে!
ছোটদের জন্য ছবি হলেও কোথাও কি এই পলিটিক্যাল স্যাটায়ারে সাম্প্রতিক রাজনীতির ছোঁয়া লেগেছে? অনিকেতের জবাব, ‘‘কেন্দ্র-রাজ্য সব জায়গাতেই তো একটা খামখেয়ালিপনা চলছে এবং সেটা এ ছবিরও অন্যতম সাবজেক্ট তো বটেই।’’