Shakib Khan & Bubly

বাড়ছে সম্পর্কের জটিলতা, কাঁদতে কাঁদতে শাকিবকে কী বললেন বুবলী?

শাকিব খানের প্রসঙ্গ উঠতেই সাক্ষাৎকারের মাঝে কান্নায় ভেঙে পড়েন নায়িকা। হাপুস নয়নে শাকিবের উদ্দেশে কী বললেন বুবলী?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ জুন ২০২৩ ১৪:৫২
Share:

বাঁ দিকে (শাকিব খান) ডান দিকে (শবনম বুবলী) ছবি : সংগৃহীত।

শাকিব খান-শবনম বুবলী ও পার বাংলার জনপ্রিয় তারকা দম্পতি। ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খানকে বিয়ে করেন বুবলী। দু’বছর পরে অর্থাৎ করোনার সময় আমেরিকায় জন্ম নেয় তাঁদের সন্তান শেহজাদা খান বীর। যদিও পুরোটাই গোপনে রাখেন শাকিব-বুবলী। বর্তমানে তাঁদের সম্পর্ক খুব একটা ভাল নয়। প্রকাশ্যেই চলছে কাদা ছোড়াছুড়ি। বুবলীর সঙ্গে তাঁর সম্পর্ককে অবৈধ বলেছেন অভিনেতা। পাল্টা একগুচ্ছ অভিযোগ আনেন অভিনেত্রীও। অভিযোগের পালা চলছিলই। কিন্তু তারই মাঝে ফের শাকিবের সঙ্গে সংসার করার ইচ্ছাও প্রকাশ করেন অভিনেত্রী। যদিও অভিনেতার সিদ্ধান্তে ফারাক পড়েনি। সম্প্রতি এক সাক্ষাৎকারের শাকিব খানের উদ্দেশে শেষ বারের জন্য কী বললেন অভিনেত্রী?

Advertisement

শাকিব খানের প্রসঙ্গ উঠতেই সাক্ষাৎকারের মাঝে কান্নায় ভেঙে পড়েন নায়িকা। কাঁদতে কাঁদতেই বুবলী বলেন, ‘‘আপনার কাছে অনুরোধ আর কোনও অপপ্রচার করবেন না। শেহজ়াদাকে অপমান করবেন না। এই খেলাটা বন্ধ করুন। আমার কাছে আপনি অনেক আগেই অপরিচিত হয়ে গিয়েছেন। এর পরও সব ঠিক করার জন্য চেষ্টা করেছি। কিন্তু কিছুই হয়নি। আপনি নিজের মতো করে ভাল থাকুন, এটাই চাই আমি। আমাকে ও আমার সন্তানকে সুস্থ ভাবে বাঁচতে দিন।’’

শেষে বুবলীর সংযোজন, ‘‘এত অপরিচিত হয়ে গেলেন আপনি? এগুলো কেন করছেন, জানি না। আপনি কোনও সিদ্ধান্ত নিলে সেটা নিজে নিন। এত অসম্মান নিয়ে কোনও কিছু এগিয়ে নিয়ে যেতে চাই না। আপনি সব সময় বলেন, শেহজ়াদের মা অথবা আপনার স্ত্রীকে আপনি সম্মান করেন। তা হলে সেটা আপনি কাজ দিয়ে প্রমাণ করবেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement