যোগের সঙ্গে কিছুতেই রাজনীতির যোগ নয়। অভিনেত্রী এবং যোগ-ডিভা শিল্পা শেটি তা-ই মনে করেন!
নায়িকার অভিমত, প্রাচীনকাল থেকে চলে আসা যোগবিদ্যাকে আধুনিক রাজনীতির সঙ্গে একত্র করাটা মোটেই ঠিক নয়। আন্তর্জাতিক যোগ দিবস পালন উপলক্ষে রাজনৈতিক চাপানউতোর, বিশেষ করে, এই দিবস পালনের ব্যাপারটাকে ‘পলিটিক্যাল’ হিসেবে চিহ্নিত করাকে গর্হিত বলা মনে করেন ৪০ বছরের যোগ-সুন্দরী।
শিল্পা আরও বলেছেন, যোগের সঙ্গে তাঁর নিজের সংযুক্তির বিষয়টা একেবারেই আধ্যাত্মিক। কেউ যদি প্রকৃত অর্থেই নিজের জীবনধারাকে বদলাতে চান, তিনি যোগের আশ্রয় নিতেই পারেন। সে ক্ষেত্রে একে রাজনীতির থেকে দূরেই রাখা উচিত।
সম্প্রতি স্বামী রাজ কুন্দ্রার ই-ব্যবসা সংক্রান্ত এক অনুষ্ঠানে এই কথাগুলো বলেই ফেললেন ‘সেলিব্রিটি বিগ ব্রাদার’-এ অংশ নেওয়া শিল্পা। তিনি জানালেন, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে একটা বই লেখার ইচ্ছে রয়েছে তাঁর, যার মূলে থাকবে ভারতীয় খাবারের প্রয়োজনীয়তা।