shilpa shetty

Shilpa Shetty: ‘কঠিন সময়ে’র পর জীবনের নয়া অধ্যায় উদ‌্‌যাপনে শিল্পা, রাজের কথা কি এড়িয়ে গেলেন?

ঠারেঠোরে শিল্পা বুঝিয়ে দিয়েছেন, পর্ন-কাণ্ডে অভিযুক্ত রাজের প্রসঙ্গে মুখ খুলতে চান না তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ মে ২০২২ ১৮:৩১
Share:

ছবি: সংগৃহীত।

বছর দুয়েক ধরে ‘কঠিন’ রাস্তায় হেঁটেছেন। এ বার জীবনের নতুন অধ্যায়কে উদ্‌যাপন করতে চান শিল্পা শেট্টি। তবে তা করতে গিয়ে কি স্বামী রাজ কুন্দ্রার প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছেন অভিনেত্রী?

প্রায় সাত বছরের বিরতির পর বলিউডি পর্দায় দেখা গিয়েছিল শিল্পাকে। গত বছর প্রিয়দর্শনের ‘হাঙ্গামা ২’-র পর এ বার সাবির খানের ‘নিকম্মা’। তাতে তিনি নাকি ‘সুপারউওম্যান’। মুম্বইয়ে সে ছবির ঝলক প্রকাশের দিনে স্বাভাবিক ভাবেই তাঁকে ঘিরে ধরেছিল সংবাদমাধ্যম। তবে ঠারেঠোরে শিল্পা বুঝিয়ে দিয়েছেন, পর্ন-কাণ্ডে অভিযুক্ত রাজের প্রসঙ্গে মুখ খুলতে চান না তিনি।

রাজের গ্রেফতারি এবং তাঁকে ঘিরে বিতর্কের সময়টা যে বেশ কঠিন ছিল, তার জোরালো ইঙ্গিত দিয়েছেন শিল্পা। বলেছেন, ‘‘আমাদের সকলের জীবনেই কখনও না কখনও কঠিন সময় আসে। গত দু’বছর আমার মতোই অনেকের জীবন কঠিন অবস্থায় কেটেছে।’’ তবে তাঁর স্বামীর কথা জানতে চাওয়া হলে অভিনেত্রী খানিকটা কথা ঘুরিয়ে সাংবাদিকদের বলেছেন, ‘‘আমার মনে হয়, নতুন পর্বের শুরুটা উদ্‌যাপন করতে আমরা এখানে জড়ো হয়েছি।’’ তবে নতুন অধ্যায়টি যে শুধু তাঁকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে, তা-ও মনে করেন না শিল্পা। তাঁর কথায়, ‘‘শুধুমাত্র আমার জন্য নয়। এ ছবির পরিচালক সাবির খান বা অভিমন্যু-শার্লির মতো অভিনেতা, যাঁরা এই ছবির জন্য খুব খেটেছেন, তাঁদের কাছেও এটা নতুন অধ্যায়।’’

Advertisement

পর্ন ছবি তৈরি করে বিভিন্ন অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে গত বছরের ১৯ জুলাই রাজকে গ্রেফতার করেছিল মুম্বই পুলিশের অপরাধদমন শাখা। প্রায় দু’মাস জেল হেফাজতে থাকার পর জামিনে ছাড়া পান তিনি। সে দিনগুলো সামলাতে যে রীতিমতো লড়াই করতে হয়েছে, তা-ও জানিয়েছেন শিল্পা। তবে কারণ যা-ই হোক না কেন, ছবির প্রচারে এসে তা নিয়ে বা রাজের প্রসঙ্গে কিছু বলতে নারাজ রাজ-ঘরনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement