Entertainment News

‘মানুষের প্রকৃত গোত্র কী?’… উত্তর মিলবে অগস্টে

‘গোত্র’র বিষয় বা কাস্ট নিয়ে এখনই মুখ খুলতে নারাজ পরিচালকরা। বরং দর্শককে অনুমান করার সময় দিচ্ছেন তাঁরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ জুন ২০১৯ ১২:৪৬
Share:

‘গোত্র’র প্রথম লোগো। ছবি: ফেসবুক থেকে গৃহীত।

‘মানুষের প্রকৃত গোত্র কী?’— উইনডোজ প্রোডাকশনের সোশ্যাল ওয়ালে গতকাল হঠাত্ই এই মেসেজ দেখেন সোশ্যাল অডিয়েন্স। হঠাত্ গোত্র নিয়ে প্রশ্ন কেন? এ প্রশ্ন সিনে অনুরাগীদের মনে ছিলই। তার উত্তর মিলল বৃহস্পতিবার সকালে।

Advertisement

‘গোত্র’ আসলে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের আসন্ন ছবি। তারই ইঙ্গিত মিলেছে প্রযোজনা সংস্থার সোশ্যাল ওয়ালে। ছ’সপ্তাহ আগে মুক্তি পেয়েছে এই জুটির ‘কণ্ঠ’। এত দিন পর্যন্ত বছরে একটা ছবিই দর্শকদের উপহার দিতেন পরিচালক জুটি। কিন্তু ২০১৯ ব্যতিক্রম। এ বছর দু’টো ছবি রিলিজ করবেন তাঁরা।

তবে ‘গোত্র’র বিষয় বা কাস্ট নিয়ে এখনই মুখ খুলতে নারাজ পরিচালকরা। বরং দর্শককে অনুমান করার সময় দিচ্ছেন তাঁরা। তবে সাম্প্রতিক ভারতে বহু ক্ষেত্রেই সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গীর ব্যাখ্যা হচ্ছে ভিন্ন ভাবে। সেই নিরিখে এই ছবি গুরুত্বপূর্ণ দলিল হতে চলেছে বলে মত বিশেষজ্ঞদের।

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

আরও পড়ুন, ঋত্বিকের সঙ্গে ভূত বাংলোয় গিয়ে পার্নোর মৃত্যু! সমাধানে রঞ্জিত

(সিনেমার প্রথম ঝলক থেকে টাটকা ফিল্ম সমালোচনা - রুপোলি পর্দার বাছাই করা বাংলা খবর জানতে পড়ুন আমাদের বিনোদনের সব খবর বিভাগ।)

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও। সাবস্ক্রাইব করুন আমাদের YouTube Channel - এ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement