Shehnaaz Gill

Sidharth-Shehnaaz: প্রয়াত অভিনেতা সিদ্ধার্থের জন্মবার্ষিকীর আগে অমৃতসরের অনাথ আশ্রমে শেহনাজ গিল

আগামী ১২ ডিসেম্বর প্রয়াত অভিনেতার জন্মবার্ষিকী। তার দিন কয়েক আগে অমৃতসরের এক অনাথাশ্রমে দেখা গেল সিদ্ধার্থ-প্রেমিকাকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২১ ১২:০৯
Share:

শেহনাজ গিল এবং সিদ্ধার্থ শুক্ল

সিদ্ধার্থ শুক্ল নেই। কিন্তু তাঁর স্মৃতি রয়ে গিয়েছে। ‘বিগ বস ১৩’ জয়ী এই অভিনেতার হঠাৎ মৃত্যুতে তাঁর পরিবার, অনুরাগী-মহল এবং প্রেমিকা শেহনাজ গিল আজও শোকস্তব্ধ। গত ২ সেপ্টেম্বর হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সিদ্ধার্থের। ঘটনার এক মাস পরে শেহনাজ কাজে ফেরেন। তার আগে পর্যন্ত তিনি নেটমাধ্যম থেকেও বিদায় নিয়েছিলেন।

আগামী ১২ ডিসেম্বর প্রয়াত অভিনেতার জন্মবার্ষিকী। তার দিন কয়েক আগে অমৃতসরের এক অনাথ আশ্রমে দেখা গেল সিদ্ধার্থ-প্রেমিকাকে। টুইটার জুড়ে বিভিন্ন ছবি এবং ভিডিয়ো ছড়িয়ে দিয়েছেন ‘সিডনাজ’ (সিদ্ধার্থ এবং শেহনাজকে একসঙ্গে যে নামে ডাকা হয়) অনুরাগীরা।

Advertisement

চোখে চশমা, গায়ে শ্যাওলা টি-শার্টের উপরে ছাই রঙা চাদর, পায়ে জিনস পরে শেহনাজ। সঙ্গ দিয়েছেন তাঁর মা। শিশুদের কোলে নিয়ে আদর করার কিছু মুহূর্ত ধরা পড়েছে নেটমাধ্যমে। অনাথ এবং বিশেষ চাহিদাম্পন্ন ছেলেমেয়েদের সঙ্গে ছবিও তুলেছেন শেহনাজ। ভক্তরা ভিডিয়ো এবং ছবিগুলি পোস্ট করে শেহনাজের প্রশংসা করেছেন। সিদ্ধার্থের জন্মবার্ষিকী আসন্ন বলেই তিনি অনাথ আশ্রমে সময় কাটাতে গিয়েছেন বলে মনে করছেন অনেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement