Bollywood Gossip

করিনার স্বামী সইফ গোপন কী সব কাণ্ড ঘটাতেন, ফাঁস করলেন শাশুড়ি শর্মিলা

করিনার স্বামী সইফের জীবনে বসন্ত এসেছে অসংখ্য বার। এ বার ছেলেকে নিয়ে কোন গোপন কথা ফাঁস করলেন শর্মিলা ঠাকুর?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৩ ১৯:৪৩
Share:

(বাঁ দিকে) করিনা কপূর খান-সইফ আলি খান। শর্মিলা ঠাকুর (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

সইফের এই পঞ্চান্ন বছরে বসন্ত এসেছে অনেক বার। বয়সে ১০ বছরের বড় অমৃতা সিংহের সঙ্গে প্রেম-বিয়ে-বিচ্ছেদের পর ১০ বছরের ছোট করিনা কপূরের সঙ্গে প্রেম-বিয়ের কথা তো সকলেরই জানা। কিন্তু এই দুইয়ের মাঝেও যে সইফের জীবনে প্রবেশ ঘটেছিল অন্য এক নারীর। নাম রোজা ক্যাটালানো। ইটালির মডেল। অমৃতার সঙ্গে ২০০৪-এ বিচ্ছেদের পর রোজার সঙ্গে সম্পর্কে জড়ান সইফ। পার্টিতে, সেটে সব সময়ে একসঙ্গে দেখা যেত সইফ-রোজাকে। কেনিয়ায় দেখা হওয়ার পর থেকে রোজার জীবনের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে গিয়েছিলেন ছোটে নবাব। যদিও সেই সম্পর্ক শেষ হয় তিক্ততার সঙ্গে। তবে ছোট থেকেই নাকি প্রেমিক স্বভাবের তিনি। ‘কফি উইথ কর্ণ’-এর পরবর্তী পর্বে অতিথি সইফ ও তাঁর মা শর্মিলা ঠাকুর। কর্ণের শোয়ে এসে ছেলের গোপন কাণ্ড ফাঁস করলেন অভিনেত্রী।

Advertisement

‘কফি উইথ কর্ণ’-এর নতুন পর্বের প্রোমো ইতিমধ্যেই প্রকাশ্যে আনা হয়েছে। প্রথম বার কর্ণের কফির আড্ডায় আসতে চলেছেন শর্মিলা। সঙ্গে থাকবেন তাঁর ছেলে সইফ। প্রোমোতেই দেখা যাচ্ছে ছেলেকে নিয়ে একের পর এক মন্তব্য করছেন শর্মিলা। যদিও মায়ের কথা শুনে সইফ জানান, সবটাই তিনি বাড়িয়ে বলছেন। যে প্রোমো প্রকাশ্যে এসেছে সেখানেই দেখা যাচ্ছে কর্ণ শর্মিলাকে জিজ্ঞেস করছেন তিনি কখন সইফকে শেষ বার তিরস্কার করেছেন। সময় নষ্ট না করেই চটজলদি শর্মিলা বলেন, ‘‘এই তো কয়েক মিনিট আগে।’’

ছেলে সইফ সম্পর্কে আরও কিছু অজানা তথ্য জানতে চান কর্ণ। সইফের কলেজ জীবনের কথা প্রকাশ্যে আনেন শর্মিলা তিনি বলেন, ‘‘সইফ তো পড়াশোনা করতে যেত না, কলেজ না গিয়ে বিমানসেবিকাদের সঙ্গে বেড়াতে চলে যেত।’’ সইফ যখন ইংল্যান্ডে পড়তে গিয়েছিলেন এটি তখনকার ঘটনা। মা এত বছরের পুরানো ঘটনা বলছেন দেখে থামাতে যান সইফ। কিন্তু মাঝে ঢাল হয়ে যেন ছিলেন কর্ণ। শেষে আক্ষেপের সঙ্গে বলেন, ‘‘আমাকে নিয়ে এ সব শোনার জন্যই কি ডাকা হয়েছে!’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement