Shahrukh Khan

তাঁর পরের ছবি নিয়ে জল্পনা বিস্তর, মুখ খুললেন শাহরুখ

কী ধরনের ছবি করতে চান তিনি? শাহরুখ জানান, অ্যাকশন ছবি করার ইচ্ছাই রয়েছে তাঁর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৯ ১৪:০৫
Share:

শাহরুখ খান

বেশ কিছুদিন ধরেইএসআরকে ফ্যানদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কবে আবার বড় পর্দায় দেখা যাবে শাহরুখ-ম্যাজিক? তাঁর পরবর্তী ছবি কী, তা নিয়েও চলছে জল্পনা বিস্তর। এবার এ বিষয়েই মুখ খুললেন শাহরুখ খান স্বয়ং।

Advertisement

সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে কিং খান বলেছেন, “আপাতত কোনও ছবি করারই প্ল্যানে নেই আমি।”তাঁর পরবর্তী ছবি নিয়ে বলি-মহলে হাজারও গুঞ্জন প্রসঙ্গে শাহরুখ জানান, কিছুদিন ধরেই এ নিয়ে নানা কথা কানে আসছে তাঁর। তবে, কোনও ছবিতে যে তিনি এখনও পর্যন্ত সইও করেননি, সে কথা স্পষ্ট ভাবে জানিয়ে দেন বলিউড ডন।

কী ধরনের ছবি করতে চান তিনি? শাহরুখ জানান, অ্যাকশন ছবি করার ইচ্ছাই রয়েছে তাঁর। এরপর স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় মজার ছলে শাহরুখ বলেন, ‘‘যদি কারও কাছে অ্যাকশন ছবির স্ক্রিপ্টের সন্ধান থাকে, তা হলে তার দু’লাইন আমার টুইটার হ্যান্ডলে লিখে পাঠান।’’

Advertisement

আরও পড়ুন:ইতু না রিঙ্কি, সার্থকের কাছে ‘কে আপন কে পর’?

আরও পড়ুন: সোনাক্ষীর ধাক্কায় চেয়ার থেকে পড়েই গেলেন অক্ষয়!

গত বছরের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল শাহরুখ-ক্যাটরিনা অভিনীত ‘জিরো’। বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে আনন্দ রাই পরিচালিত এই ছবি। সেই ছবি মুক্তির পর কিং খানকে নিয়ে হয়েছিল বিস্তর সমালোচনা। এর পর প্রায় আট মাস কেটে গেলেও বড় পর্দায় দেখা যায়নি শাহরুখকে। নতুন ছবির প্ল্যান নেই বলেই হয়তো সম্প্রতি সপরিবার এসআরকে বেড়িয়ে এলেন মলদ্বীপ। সম্প্রতি টুইটারে পোস্টও করেছেন সেই সব মুহূর্তের ছবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement