সোমবার দেশ জুড়ে ‘পাঠান’ ব্যবসা করেছে ২৫ কোটি ৫০ লক্ষ টাকা। ছবি: সংগৃহীত।
৬ দিন হল মুক্তি পেয়েছে ‘পাঠান’। বক্স অফিসে শাহরুখ ঝড় অব্যাহত। ছ’দিনেই ছক্কা। চার দিনেই ৪০০ কোটি। হিসাব বলছে, সারা বিশ্বে ছ’দিনে ‘পাঠান’-এর ব্যবসার অঙ্ক প্রায় ৬০০ কোটি। সোমবার সপ্তাহের প্রথম দিনও থিয়েটারে শাহরুখ ভক্তের ঢল। পরিসংখ্যান বলছে , সোমবার দেশ জুড়ে ‘পাঠান’ ব্যবসা করেছে ২৫ কোটি ৫০ লক্ষ টাকা। অর্থাৎ, হিসাব বলছে এক সপ্তাহের মাথায় দেশ জুড়ে শাহরুখ-এর ‘পাঠান’ অতিক্রম করতে চলেছে ৩০০ কোটি টাকা।
চার বছর পর বড় পর্দায় শাহরুখ খানের রাজকীয় প্রত্যাবর্তন। যদিও ‘প্রত্যাবর্তন’ তকমায় প্রবল আপত্তি রয়েছে তাঁর।
শুধু ভারতে নয়, সারা বিশ্বে ‘পাঠান’-এর জয়জয়কার। ২৫ জানুয়ারি মুক্তি পায় শাহরুখ, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহামের এই ছবি। মুক্তির দিন শুধু দেশেই ব্যবসা করেছিল ৫৫ কোটি টাকা। দ্বিতীয় দিনে সেই অঙ্ক বেড়ে দাঁড়ায় ৬৮ কোটি টাকা। শুক্রবার ব্যবসা একটু পড়লেও শনিবার সেই আয় প্রায় ৪০ শতাংশ বেড়ে যায়। রবিবার পঞ্চম দিনে বিশ্ব জুড়ে ‘পাঠান’-এর ব্যবসা ছিল সাড়ে ৫০০ কোটি। মঙ্গলবার, হিসাব বলছে সারা বিশ্বে সেই আয় বেড়ে দাঁড়িয়েছে ৬০০ কোটি টাকা।
পরিসংখ্যান বলছে এর মধ্যে শনিবারে দেশের বক্স অফিসে ‘পাঠান’-এর ব্যবসার পরিমাণ ছিল ৫১ কোটি ৫০ লক্ষ টাকা। অর্থাৎ, মুক্তির প্রথম ৪ দিনের মধ্যে ৩ দিনই ছবিটি ৫০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে। যা ভারতীয় সিনেমার ইতিহাসে বিরল দৃষ্টান্ত।
শাহরুখ, দীপিকা, জন অভিনীত ‘পাঠান’ শুরু থেকেই বিতর্কে জড়িয়েছিল। দেশের বিভিন্ন প্রান্তে বয়কটের রব উঠেছিল এ ছবির প্রথম মুক্তি পাওয়া গান ‘বেশরম রং’ নিয়ে। একাংশের আশঙ্কা ছিল ছবির ভবিষ্যৎ নিয়েও। কিন্তু মুক্তির পর সকলের আশঙ্কাকে মিথ্যে প্রমাণ করে দর্শক মজে ‘পাঠান’-এ।