Gauri Khan on Mannat

দুশ্চিন্তা হলেই বাড়ির বিশেষ স্থানে বসে থাকেন গৌরী! ‘মন্নত’ নিয়ে কী জানালেন শাহরুখ-পত্নী?

গৌরীর কথায়, “যখনই কোনও বিষয় নিয়ে চিন্তায় থাকি, বাড়ির এই অংশে গিয়ে আমি বসি।” এখানে বসলেই নাকি তাঁর দুশ্চিন্তা কমে যায় অনেকটা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৫ ২০:১৩
Share:
Shah Rukh Khan’s wife Gauri Khan revealed which part of the house is her favourite

মন্নত নিয়ে কী জানালেন শাহরুখ-পত্নী গৌরী? ছবি: সংগৃহীত।

সপরিবারে ‘মন্নত’ ছাড়ছেন শাহরুখ খান। আগামী কয়েক দিন তারকার বাড়িতে নানা কাজ হবে। বদলে যাবে বাড়ির অন্দরসজ্জা। তাই সেই বাড়ি ছেড়ে আপাতত পালি হিলের আবাসনে গিয়ে উঠছেন শাহরুখ ও তাঁর পরিবার। অনুরাগীদের আশা, আরও সুন্দর হয়ে উঠবে বলিউডের বাদশাহের বাড়ি। এর মধ্যেই জানা গেল, ‘মন্নত’-এর কোন অংশ শাহরুখ-পত্নী গৌরীর সবচেয়ে পছন্দের।

Advertisement

মুম্বই গেলেই শাহরুখ খানের বাড়ি ‘মন্নত’-এর সামনে ভিড় করেন অনুরাগীরা। সেই বাড়ির সামনে ছবিও তোলেন তাঁরা। এক সাক্ষাৎকারে গৌরী নিজেই জানিয়েছিলেন, বাড়ির কোন অংশ তাঁর মনের সবচেয়ে কাছের। শাহরুখ-জায়া জানিয়েছিলেন, সময় পেলেই তিনি সুইমিং পুলের ধারে গিয়ে বসেন। সেই অংশই তাঁর সবচেয়ে পছন্দের। গৌরী বলেছিলেন, “যখনই কোনও বিষয় নিয়ে চিন্তায় থাকি, বাড়ির এই অংশে গিয়ে আমি বসি।” এখানে বসলেই নাকি তাঁর দুশ্চিন্তা কমে যায় অনেকটা।

সেই এলাকাতেও আগামী দিনে বদল আসবে কি না তা এখনও জানা যায়নি। আগামী মে মাস থেকে শুরু হবে ‘মন্নত’-এর কাজ। টানা দু’বছর ধরে বাড়ির কাজ চলবে। ‘মন্নত’-এ নাকি আরও দু’টি তল যোগ করা হবে। এর জন্য প্রশাসনের তরফ থেকে গৌরী খান অনুমতিও নিয়েছেন ২০২৪ সালে। পালি হিলে নতুন বাড়ির জন্য বছরে ২.৯০ কোটি টাকা ভাড়া দিতে হবে খান দম্পতিকে।

Advertisement

উল্লেখ্য, এই মুহূর্তে শাহরুখ ব্যস্ত তাঁর আসন্ন ছবি ‘কিং’ নিয়ে। এই ছবিতে দেখা যাবে শাহরুখ-কন্যা সুহানাকেও। এর আগে ওটিটি ছবি ‘আর্চিজ়’-এ দেখা গিয়েছে সুহানাকে। তবে বড় পর্দায় এই প্রথম তাঁকে দেখা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement