Shah Rukh Khan

‘আরিয়ানের পক্ষ নেন না’, শাহরুখ নাকি সুহানা ও অনন্যার সঙ্গেই বেশি সময় কাটাতেন

শুধু পড়াশোনা নয়, সন্তানদের যাতে খেলাধুলোতেও আগ্রহ থাকে, সেই দিকেও নজর ছিল শাহরুখের। নিজেই নাকি খেলাধুলোর প্রশিক্ষণ দিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ১৩:৫৫
Share:

আরিয়ান নয়, সুহানা-অনন্যাদের পক্ষ নেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত।

শাহরুখ খান। নামটুকুই যথেষ্ট। এই নামের সঙ্গে আলাদা করে আর বিশেষণ প্রয়োজন পড়ে না। শুধু অভিনয় নয়, তাঁর জীবনযাপন, তাঁর বক্তব্য ও মতামত বহু মানুষকে অনুপ্রেরণা জোগায় প্রতি মুহূর্তে। ভক্তদের চোখে তিনি বলিউডের 'বাদশা' হলেও, বাড়িতে তাঁর অন্য রূপ। সন্তানদের সঙ্গে পর্যাপ্ত সময় কাটান অভিনেতা।

Advertisement

শুধু পড়াশোনা নয়, সন্তানদের যাতে খেলাধুলোতেও আগ্রহ থাকে, সেই দিকেও নজর ছিল তাঁর। নিজেই নাকি খেলাধুলোর প্রশিক্ষণ দিয়েছেন তিনি। এ কথা এক সাক্ষাৎকারে জানিয়েছেন অনন্যা পাণ্ডের মা ভাবনা পাণ্ডে। শৈশব থেকেই সুহানা খানের সঙ্গে বন্ধুত্ব অনন্যার। তাই সুহানার সঙ্গেই শাহরুখের সান্নিধ্য পেয়েছেন অনন্যাও। দু’জনকেই নিজে হাতে খেলাধুলো শিখিয়েছিলেন শাহরুখ।

ভাবনা বলেছেন, “ওঁর (শাহরুখ) কাছ থেকে শেখার অনেক কিছু আছে। আমি সত্যিই খুশি, বাচ্চারা ওঁর সঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়েছে। শুধু তারকা হিসেবে নন, সুহানা, আরিয়ান ও আব্রামের বাবা হিসাবেও তিনি দারুণ। আমার বাচ্চাদের সঙ্গেও যে ভাবে মিশেছেন, সেটাও সুন্দর।”

Advertisement

সুহানা, অনন্যার সঙ্গে শানায়া কপূরও শাহরুখের কাছে খেলাধুলো শিখেছেন। ভাবনা বলেছেন, “অবসর সময় পেলেই শাহরুখ ওদের নানা বিষয় শেখাতেন। বিভিন্ন ধরনের খেলা, দৌড় প্রতিযোগিতা, ফুটবল নিয়ে ওদের সঙ্গে সময় কাটিয়েছেন। তিনি নিজেও খেলাধুলো পছন্দ করেন বলেই এটা করতেন। জীবনে প্রতিযোগিতায় কী ভাবে শামিল থাকতে হয়, তার পাঠ শাহরুখ তাঁদের দিয়েছেন। আবার সেই প্রতিযোগিতা যাতে কখনওই রেষারেষিতে বদলে না যায়, সেটাও বুঝিয়েছেন। তবে আরিয়ানের নয়, শাহরুখ নাকি মেয়েদেরই পক্ষ নিতেন।”

শাহরুখ-জায়া গৌরীর সঙ্গেও বন্ধুত্ব ভাবনার। তাঁর কথায়, “গৌরীই আমাদের বন্ধুত্বের ভিত। ওকে দেখে মনে হয়, ওর এই বন্ধুত্বে কোনও আগ্রহ বা যোগ নেই। কিন্তু, আমাদের একসঙ্গে দেখা করার পরিকল্পনা ও-ই করে। ওর বাড়িতেই দেখা করি আমরা। বাচ্চারা যখন ছোট, তখনও ওদের বাড়িতে দেখা করতাম। বড় জায়গা ছিল। বাচ্চারা খেলে বেড়াতে পারত।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement