তালিকায় প্রথম স্থানে রয়েছেন ‘ট্রান্সফর্মার’-এর মার্ক ওয়েলবার্গ। ৬ কোটি ৮০ লক্ষ ডলারের মালিক মার্ক।
ডোয়েন ‘দ্য রক’ জনসন বললেই ঠিক বলা হয়। অভিনয়ের জগতে ‘দ্য রক’-এর ব্যাঙ্কব্যালেন্স ৬ কোটি ৫০ লক্ষ ডলার।
হলিউডের পর বলিউড দর্শকদের কাছেও এখন সমান জনপ্রিয় ভিন ডিজেল। দীপিকা তো ভিনের সঙ্গেই কাজ করেছেন। ভিনের সম্পত্তি ৫ কোটি ৪৫ লক্ষ ডলার।
ফোর্বসের তালিকায় চতুর্থ স্থানে অভিনেতা, কমেডিয়ান, টিভি তারকা অ্যাডাম স্যান্ডলার। ৫ কোটি ৫ লক্ষ ডলারের মালিক অ্যাডাম।
পরিচয় নতুন করে না জানলেও চলবে। সম্পত্তির দিক থেকে ৪ কোটি ৯ লক্ষ ডলারের মালিক জ্যাকি।
ফোর্বসের তালিকায় ষষ্ঠ স্থানে রবার্ট ডাউনি জুনিয়র। ব্যাঙ্কব্যালেন্স ৪ কোটি ৮০ লক্ষ ডলার।
মিশন ইম্পজিবল? মোটেই না! টম ক্রুজের সম্পত্তির পরিমাণ ৪ কোটি ৩০ লক্ষ ডলার। মিশন সাকসেসফুলই বটে!
বলিউডের কিঙ্গ খান। ফোর্বসের তালিকায় অষ্টম ধনী অভিনেতা। সম্পত্তির পরিমাণ ৩ কোটি ৮০ লক্ষ ডলার।
শাহরুখের পরের নাম সলমন খানের। বলিউডের ভাইজান ফোর্বসের তালিকায় নবম ধনী অভিনেতা। ব্যাঙ্কে রয়েছে ৩ কোটি ৭০ লক্ষ ডলার।
বলিউডের ‘খিলাড়ি’। ফোর্বসের তালিকায় এ বার দশম স্থানে অক্ষয় কুমার। সম্পত্তির পরিমাণ ৩ কোটি ৫৫ লক্ষ ডলার।