Ranveer Singh

শাহরুখের মেগা কামব্যাক, সঙ্গে রণবীর!

শাহরুখ ফ্যান, সুখবর। কামব্যাক করতে পারেন শাহরুখ। খুব শীঘ্রই। অন্তত মুম্বইয়ের শুটিং ফ্লোরের অন্দরে তেমনই গুঞ্জন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২০ ১৯:১৭
Share:
শাহরুখ এবং রণবীর।

শাহরুখ এবং রণবীর।

শাহরুখ ফ্যান, সুখবর। কামব্যাক করতে পারেন শাহরুখ। খুব শীঘ্রই। অন্তত মুম্বইয়ের শুটিং ফ্লোরের অন্দরে তেমনই গুঞ্জন।

Advertisement

মিস্টার ইন্ডিয়ার সিকুয়াল বানাচ্ছেন পরিচালক আলি আব্বাস জাফর। আর এই ছবির হাত ধরেই নাকি মেগা কামব্যাক ঘটতে চলেছে কিং খানের। চমকের এখানেই শেষ নয়। সেই ছবিতে নাকি দেখা যাবে রণবীর সিংহকেও। প্রথম বার একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারেন তাঁরা। তবে সবটাই গুঞ্জন, জল্পনা। কিং খান বা রণবীরের তরফে এখনও পর্যন্ত এ নিয়ে একটি বাক্যও খরচ করা হয়নি। তবে ছবি যে আলি আব্বাস বানাচ্ছেন সে কথা টুইটারে শেয়ার করেছেন পরিচালক নিজেই।

টুইটারে তিনি লিখেছেন, “এত বড় একটা দায়িত্ব। এমন একটি চরিত্রের রিমেক যাকে সবাই ভালবেসেছে। সবার শুভেচ্ছা প্রয়োজন।”

Advertisement

যদিও এখনও পর্যন্ত কোনও অভিনেতা অভিনেত্রীর নাম চূড়ান্ত করা হয়নি বলেই জানিয়েছেন আলি আব্বাস জাফর।

দেখুন টুইট

আরও পড়ুন-মিথিলার প্রাক্তন স্বামীকে টেনে এনে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ সৃজিতকে

আরও পড়ুন-‘কিচ্ছু করার ছিল না’, বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন আদিত্য-নেহা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement