টলি তারকা আরিয়ান ভৌমিক ভূতের দেখা পেলেন কি?— নিজস্ব চিত্র
শহরের ইতিউতি ভূতের অস্তিত্ব আছে কি নেই সেটা তদন্ত করে বেড়ানোই তাঁদের নেশা এবং একই সঙ্গে পেশাও বটে। ওই যুবকদের দলে এ বার ভিড়ে গেলেন অভিনেতা আরিয়ান ভৌমিক। নিশুতি রাতে নেমে পড়লেন ভূতের সন্ধানে। পৌঁছে গেলেন আড়াইশো বছরের পুরনো এক জুট মিলে। কিন্তু টলিউডের এই উঠতি তারকা ভূতের দেখা পেলেন কি? সাধারণ মানুষের সামনে তা তুলে ধরবে এ শহরের ভূত সন্ধানকারী দল ‘সিকার্স অব সোল্স’।
অভিনেত্রী তথা প্রযোজক সুচন্দ্রা ভানিয়ার প্রযোজনা সংস্থা ‘জাস্ট স্টুডিয়ো’র ‘পূর্ব পশ্চিম দক্ষিণ— উত্তর আসবেই’তে নেগেটিভ চরিত্রে অভিনয় করছেন আরিয়ান। আগামী ২২ নভেম্বর সেই ছবি মুক্তি পাচ্ছে। দশমহাবিদ্যার তিন দেবীকে নিয়ে তিনটি ছোট ছোট গল্প নিয়ে ছবিটি।
তার আগে বাস্তবে নেগেটিভ এনার্জির অস্তিত্ব অনুভব করতে চেয়েছিলেন আরিয়ান। ভূত সন্ধানকারী দল ‘সিকার্স অব সোল্স’–এর প্রধান সুমন মিত্র এবং অন্য সদস্য সৌম্য বারিক, সৌরভ মণ্ডল এবং রণ মুখোপাধ্যায়ের সঙ্গে নিশুতি রাতে প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে বেরিয়ে পড়েন তিনি।
আরও পড়ুন: ঋত্বিক আর আমি এখনও বন্ধুই, এটা সবচেয়ে ভাল: অপরাজিতা
কিন্তু শেষমেশ ভূতের দেখা পেলেন কি আরিয়ান? ঠিক কী ঘটল ওই রাতে? তারকা অভিনেতা কি আদৌ অশরীরীর দেখা পেলেন? সেটাই জানানো হয়েছে ‘জাস্ট স্টুডিয়ো’র ইউটিউব পেজে। ভূত চতুর্দশীতেই সে কথা প্রকাশ করেছে ‘সিকার্স অব সোল্স’।
আরও পড়ুন: ঋতুদার পরে বাংলা ছবি নিয়ে ক্যাটরিনা আর ভাবেনি: ঋতাভরী