কুশল চক্রবর্তী শুনলেই আপামর দর্শকের মনে পড়ে ‘সোনার কেল্লা’র কথা। সত্যজিত্ রায়ের ওই ছবির ‘মুকুল’কে মনে রেখেছেন দর্শক। পরবর্তী ক্ষেত্রেও অভিনয়কেই পেশা হিসেবে বেছে নিয়েছেন কুশল। কিছুদিন আগেই পুত্র সন্তানের বাবা হয়েছেন তিনি। ছেলেকে কি ঠিক বাবার মতোই দেখতে?
কুশলের ছেলে আহিরের বয়স পাঁচ মাস। তিনি ছেলেকে ডেঙ্কা বলে ডাকেন।
কুশলের স্ত্রী সঞ্চারীও অভিনেত্রী। তিনি আদর করে ছেলের নাম দিয়েছেন গুলগুল।
আগামী সোমবার আহিরের অন্নপ্রাশন উপলক্ষে পুজোর আয়োজন করেছেন কুশল-সঞ্চারী। তাঁদের লেক গার্ডেন্সের পুরনো ফ্ল্যাটেই হবে এই অনুষ্ঠান।
২০১৪-র ২৮ সেপ্টেম্বর রেজিস্ট্রি করে বিয়ে করেন দম্পতি। ২০১৫-র জানুয়ারিতে হয় রিসেপশন।
রাজ চক্রবর্তীর ‘বোঝে না সে বোঝে না’ দিয়ে অভিনয়ের কেরিয়ার শুরু করেন সঞ্চারী। এর পর জিত্-কোয়েলের ‘বেশ করেছি প্রেম করেছি’ ছবিতে তাঁকে প্যারালাল লিডে দেখা যায়। এই মুহূর্তে বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করছেন তিনি।
অন্যদিকে ‘সমান্তরাল’ ছবিতে শেষবার বড়পর্দায় দেখা গিয়েছে কুশলকে। এই মুহূর্তে ‘খোকাবাবু’ ধারাবাহিকে অভিনয় করছেন তিনি।