সায়ন্তনী গুহঠাকুরতা। ছবি: ফেসবুকের সৌজন্যে।
ঠিকই পড়ছেন হেডলাইন। সায়ন্তনী গুহঠাকুরতা এখন দর্শকদের কাছে পরিচিত মুখ। তাঁরই ‘দুই সন্তান’ ভূমিষ্ঠ হবে আগামী ১ জুন।
সায়ন্তনীর ‘সন্তান’! শুনে অবাক হচ্ছেন?
সায়ন্তনী বললেন, ‘‘আসলে সিনেমা তো যে কোনও শিল্পীর কাছে সন্তানের মতোই। আগামী ১ জুন আমার ‘উমা’ আর ‘কিন্তু গল্প নয়’ রিলিজ করছে। এই দুই সন্তানের কাউকে তো কম ভালবাসতে পারব না।’’
আরও পড়ুন, ‘বন্ধন’-এর সেই শিশু অভিনেতা এখন কী করছেন জানেন?
তবে এমন পরিস্থিতি সায়ন্তনীর জীবনে প্রথম নয়। এর আগেও তাঁর অভিনীত ‘সমান্তরাল’ এবং ‘চারদিকের গল্প’ একই সঙ্গে রিলিজ করেছিল। অভিনেত্রীর কথায়, ‘‘আসলে এমন হলে যে কোনও একটা ছবি দেখতে পারি।’’
সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে ‘উমা’তেই প্রথম কাজ করলেন সায়ন্তনী। বাবা-মেয়ের গল্পকে মনকেমনের ঘেরাটোপে ফ্রেমবন্দি করেছেন সৃজিত। পর্দা জুড়ে বলতে চেয়েছেন ফুরিয়ে যাওয়া সময়ের গল্প।
আরও পড়ুন, আপনি এঁকে এখন হয়তো রোজই দেখেন, ইনি আসলে কে?
অন্যদিকে পবিত্র গোস্বামী পরিচালিত ‘কিন্তু গল্প নয়’-এ প্রধান চরিত্রে রয়েছেন সায়ন্তনী। পেশায় চিকিত্সক পল্লব বাস্তবের একটি ঘটনা অবলম্বনে ছবিটি তৈরি করেছেন। ছবির গল্প এগিয়েছে মফস্বলের মেয়ে শিখা ব্যাপারিকে কেন্দ্র করে। কলেজ পড়ুয়া শিখা আচমকাই অসুস্থ হয়ে পড়ে। দালাল চক্করে প্রাইভেট হাসপাতাল, তার পর স্টুডেন্টস হেলথ হোম থেকে সুস্থ হয়ে সে ফিরে যায় বাড়িতে। পরে ফের অসুস্থ অবস্থায় সেখানে ভর্তি হওয়ার পর আলাপ হয় ছোট্ট দীপের সঙ্গে। এর পর গল্পে নতুন মোড় আসে। সায়ন্তনী ছাড়াও সব্যসাচী চক্রবর্তী, দেবশঙ্কর হালদার, পরাণ বন্দ্যোপাধ্যায়ের অভিনয় এ ছবিকে সমৃদ্ধ করেছে।