Satish Kaushik

সত্যিই কি হোলি পার্টিতে লুকিয়ে সতীশ-মৃত্যুরহস্য? ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট কী ইঙ্গিত দিচ্ছে?

খামারবাড়ির চৌহদ্দির সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করেছে পুলিশ। কোন কোন অতিথি নিমন্ত্রিত ছিলেন সেই পার্টিতে, কী কী হয়েছিল ইত্যাদি ঘটনা খতিয়ে দেখতে ৭ ঘণ্টার ফুটেজ চালিয়ে দেখা হচ্ছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৩ ১১:৫৮
Share:

কী ভাবে মৃত্যু হল সতীশের? ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মৃত্যুর কারণই বা কী বলা হয়েছে? —ফাইল চিত্র

হৃদ্‌রোগেই মৃত্যু হয়েছে সতীশ কৌশিকের। ময়নাতদন্তের রিপোর্ট এসে পড়ায় দিল্লি পুলিশ অভিনেতার মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটন করতে পেরেছে। সংবাদ সংস্থা দৈনিক ভাস্করের প্রতিবেদন অনুযায়ী, পুলিশ তদন্ত শুরু করেছে দিল্লির একটি খামারবাড়ি থেকে। মৃত্যুর আগে এক হোলির পার্টিতে গিয়ে নেচেছিলেন সতীশ। রাতে ছিলেন বন্ধুর বাড়িতে। সে দিন কি অস্বাভাবিক কিছু ঘটেছিল?

Advertisement

ভাল ভাবে পর্যবেক্ষণ করতে খামারবাড়ির চৌহদ্দির সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করেছে পুলিশ। কোন কোন অতিথি নিমন্ত্রিত ছিলেন সেই পার্টিতে, কী কী হয়েছিল ইত্যাদি ঘটনা খতিয়ে দেখতে ৭ ঘণ্টার ফুটেজ চালিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, খামারবাড়ি চত্বর থেকে বেশ কিছু ওষুধের রাংতা খুঁজে পাওয়া গিয়েছে। যদিও সেগুলি কোনও নিষিদ্ধ ওষুধ ছিল না। যদিও খামারবাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করা হবে।

৮ মার্চ, বৃহস্পতিবার রাতে হঠাৎ বুকে অস্বস্তি। চিকিৎসার সুযোগটুকু না দিয়ে হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন অভিনেতা-পরিচালক সতীশ কৌশিক। রাত তখন ১টা, খবর ছড়িয়ে পড়ে দাবানলের মতো। তাঁর আকস্মিক মৃত্যুতে হতবাক বলিউড।

Advertisement

ময়নাতদন্তের রিপোর্ট বলছে, সতীশের হৃদ্‌যন্ত্রে গোলযোগ ছিল। ধমনীতে রক্ত চলাচল করতে পারেনি, এর ফলে স্নায়ুতে ব্লকেজ সৃষ্টি হয়, যা থেকে হার্ট অ্যাটাক হয়। এমন পরিস্থিতিতে তাঁর মৃত্যু স্বাভাবিক বলেই মনে করছে পুলিশ। রিপোর্টে জানা গেছে, সতীশেরও উচ্চ রক্তচাপ এবং মধুমেহ রোগ ছিল। প্রাথমিক পোস্টমর্টেম রিপোর্টে মৃত্যুর কারণ ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ই বলা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement