Sania Mirza

প্রাক্তন ক্রিকেট অধিনায়কের ছেলেকেই বিয়ে করছেন সানিয়া মির্জার বোন

দেশ সাক্ষী হতে চলছে আর এক গ্র্যান্ড ওয়েডিং-এর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৯ ১৭:১১
Share:
আনম ও আসাদউদ্দিন। ছবি-ইনস্টাগ্রাম।

আনম ও আসাদউদ্দিন। ছবি-ইনস্টাগ্রাম।

বাইশ গজ আর টেনিস কোর্ট মিলতে চলেছে খুব শীঘ্রই। দেশ সাক্ষী হতে চলছে আর এক গ্র্যান্ড ওয়েডিং-এর। ভাবছেন কাদের কথা বলা হচ্ছে? প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আজহারউদ্দিনের ছেলে আসাদউদ্দিনের সঙ্গেই বিয়ে হতে চলেছে সানিয়া মির্জার বোন আনম মির্জার, আজহারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন এমনটাই।খুব জলদি এক হবে চার হাত।

Advertisement

বহুদিন ধরেই শোনা যাচ্ছিল ডেট করছেন তাঁরা। কিন্তু প্রকাশ্যে কেউই কোনও দিন স্বীকার করেননি কিছু।

কিছু দিন আগে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন আনম। ছবিতে দেখা গিয়েছিল, কালো-সাদা ড্রেসে লজ্জা রাঙা মুখ করে বসে আছেন তিনি।পেছনে লেখা রয়েছে, ‘ব্রাইড টু বি’। সেই সময়েই নেটিজেনদের মনে প্রশ্ন জেগেছিল তবে কি বিয়ের সানাই বাজল মির্জা পরিবারে?

Advertisement

আরও পড়ুন-বাবা-মাকে ছেড়ে বোর্ডিংয়েই কি পাড়ি দিচ্ছে ছোট্ট তৈমুর?

💝

A post shared by Anam Mirza (@anammirzaaa) on

আরও পড়ুন- ‘এক পরিচালক আমার শরীরের প্রতি ইঞ্চি দেখতে চেয়েছিলেন’, বিস্ফোরক মন্তব্য বলি অভিনেত্রীর

শুধু মির্জা পরিবারেই বা কেন? সানাই কি বাজল তবে প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের বাড়িতেও, গুঞ্জন চলছিলই। হাজারো প্রশ্ন ভিড় করেছিল সাধারণের মনে।

অবশেষে সমস্ত জল্পনার ইতি। দুনিয়া আবারও সাক্ষী হতে চলছে আর এক বিগ ফ্যাট ওয়েডিং-এর।

২০১৬-র ১৮ নভেম্বর হায়দরাবাদের ফলকনামা প্রাসাদে আকবর রশিদকে বিয়ে করেন আনম। কিন্তু তাঁদের সেই বিয়ে খুব বেশি দিন টেকেনি। বছর দুই পরেই বিচ্ছেদ হয়ে যায় তাঁদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement