bollywood

তিনিই মিলিয়ে দেন রাহুল-অঞ্জলিকে, বহু বছর পর অনস্ক্রিন মেয়েকে দেখে চিনতেই পারেননি শাহরুখ!

‘বিগ বস’, ‘ঝলক দিখলা যা’, ‘ফিয়ার ফ্যাক্টর’, ‘নাচ বালিয়ে’, ‘কমেডি সার্কাস’-এর মতো শো-এ তিনি প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছেন।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২০ ১২:১৮
Share:
০১ ১৮

নীলমের মতো ভিডিয়ো জকি হতে চাইতেন প্রথম ছবিতে। নয়ের দশকের ব্লকবাস্টার ছবির প্রধান শিশুশিল্পী বড় হয়ে ভিডিয়ো জকি বা নামী নায়িকা অবশ্য হতে পারেননি। তবে হারিয়েও যাননি ইন্ডাস্ট্রি থেকে। ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর ছোট্ট অঞ্জলি কেরিয়ার সাজিয়েছেন নিজের মতো করেই।

০২ ১৮

প্রথম ছবিতে শাহরুখ খানের মেয়ের ভূমিকায় অভিনয় করার এমনই অভিঘাত, ‘অঞ্জলি’ নামের আড়াল থেকে বার হতেই পারলেন না সানা সঈদ।

Advertisement
০৩ ১৮

সানার জন্ম ১৯৮৮ সালের ২২ সেপ্টেম্বর, ইংল্যান্ডের লিডসে। তবে দুই বোনের সঙ্গে তিনি বড় হয়েছেন মুম্বইয়েই। ১৯৯৮ সালে যখন ‘কুছ কুছ হোতা হ্যায়’ মুক্তি পায়, তখন সানার বয়স ১০-ও পার হয়নি।

০৪ ১৮

২০০ জন বাচ্চার সঙ্গে অডিশন দিয়ে সানা মনোনীত হন কর্ণ জোহরের ছবির জন্য। তবে ছবিতে প্রথম অভিনয় নয়, সানার মনে ‘কুছ কুছ হোতা হ্যায়’ আসলে আদ্যোপান্ত একটা সামার ক্যাম্পের স্মৃতি হয়ে আছে।

০৫ ১৮

পরে বড় হয়ে বুঝেছেন শাহরুখ-কাজল-রানি কত বড় তারকা। তখন বেশি কিছু না ভেবেই সহজাত ভঙ্গিতে পরিচালকের নির্দেশ অনুসরণ করেছিলেন।

০৬ ১৮

‘কুছ কুছ হোতা হ্যায়’-এর দু’বছর পরে ‘বাদল’ এবং ‘হর দিল যো প্যায়ার করে গা’ ছবিতেও শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছেন সানা। এর পর দীর্ঘ বিরতি। ১ দশকেরও বেশি সময় সিনেমা থেকে দূরে ছিলেন তিনি।

০৭ ১৮

সিনেমায় অভিনয় না করলেও সানা কিন্তু সে সময় চুটিয়ে কাজ করেছেন ছোট পর্দায়। ‘ফক্স কিডস’, ‘কুমকুম— এক প্যায়রা সা বন্ধন’, ‘কহিঁ তো হোগা’, ‘সাত ফেরে: সালোনি কি সফর’, ‘কাব্যাঞ্জলি’, ‘বাবুল কে অঙ্গন ছুটে না’, ‘সজন ঘর যানা হ্যায়’, ‘সসুরাল গেঁদা ফুল’-সহ বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।

০৮ ১৮

বড় পর্দায় সানা ফিরে আসেন ২০১২ সালে। অভিনয় করেন কর্ণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এ। ২ বছর পরে ‘ফুগলি’-তেও নৃত্যশিল্পী হিসেবে দেখা গিয়েছে তাঁকে। কাজ করেছেন শর্ট ফিল্ম ‘কট ইন দ্য ওয়েব’-এও।

০৯ ১৮

তার পর অবশ্য গত কয়েক বছরে কোনও ছবিতেই দেখা যায়নি তাঁকে। সুযোগ পাননি ছোট পর্দার কোনও সিরিয়ালেও। পরিবর্তে অংশ নিয়েছেন রিয়েলিটি শো-এ।

১০ ১৮

‘বিগ বস’, ‘ঝলক দিখলা যা’, ‘ফিয়ার ফ্যাক্টর’, ‘নাচ বালিয়ে’, ‘কমেডি সার্কাস’-এর মতো শো-এ তিনি প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছেন।

১১ ১৮

বাণিজ্যে স্নাতক সানার সঙ্গে ডিস্ক জকি এবং ব্যবসায়ী দীপেশ পটেলের সম্পর্কের গু্ঞ্জন শোনা গিয়েছে। তবে এখনও বিয়ে করেননি সানা। কবে বিয়ে করবেন, সে প্রসঙ্গেও কিছু করেননি।

১২ ১৮

অভিনয় ও নাচের পাশাপাশি সানা ভালবাসেন বেড়াতে যেতে আর বই পড়তে। প্রিয় অভিনেত্রী রানি মুখোপাধ্যায় এবং প্রিয়ঙ্কা চোপড়া।

১৩ ১৮

পছন্দের নায়কদের মধ্যে অবশ্যই আছেন শাহরুখ খান। এ ছাড়াও আছেন আমির খান, সলমন খান এবং রণবীর কপূর। হলিউডের নায়কদের মধ্যে প্রিয় লিওনার্দো ডি ক্যাপ্রিও।

১৪ ১৮

অভিনয়ে সে ভাবে সুযোগ না পেলেও সানা নিয়মিত মডেলিং করেন। ফ্যাশন দুনিয়ায় তিনি পরিচিত মুখ। ফিটনেস নিয়ে খুবই সচেতন সানা মাঝে মাঝেই নাকি ডায়েট ভুলে খেয়ে ফেলেন চকোলেট।

১৫ ১৮

মেয়ের কেরিয়ার নিয়ে প্রথম থেকেই আপত্তি ছিল সানার বাবার। তিনি চাননি, শিশুশিল্পীর পর্ব পেরিয়ে পরবর্তী সময়েও মেয়ে ইন্ডাস্ট্রিতেই থাকুক। কিন্তু পরে তিনি ধীরে ধীরে মত পরিবর্তন করেন।

১৬ ১৮

শৈশবে সুপারহিট শুরুর পরেও তিনি সে ভাবে আসতে পারেননি জনপ্রিয় নায়িকার তালিকায়। তা নিয়ে আক্ষেপ নেই সানা-র। তবে বিশ্বাস করেন, যে জায়গায় পৌঁছতে পেরেছেন তার পিছনে ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর অবদান অনেকটাই।

১৭ ১৮

শাহরুখের সঙ্গে এখনও সানার সম্পর্ক মধুর। একটি টেলিভিশন শো-এ শাহরুখের মুখোমুখি হয়েছিলেন সানা। অনেক দিন পর দেখে অনস্ক্রিন মেয়েকে দেখে চিনতেই পারেননি শাহরুখ। সেই শো-এ সানার নাচ দেখে শাহরুখের রসিক মন্তব্য, ‘‘মনে হচ্ছে মেয়ে এ বার সত্যিই বড় হয়ে গিয়েছে।”

১৮ ১৮

এক সাক্ষাৎকারে সানা জানিয়েছেন, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এ অভিনয় করার সময় শাহরুখ নিজে এসে দেখা করেছিলেন তাঁর সঙ্গে। সুপারস্টারের এই সৌজন্যবোধ মুগ্ধ করেছিল সানাকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement