Samay Raina

বদলে গেলেন সময়! বিতর্কের জেরে মানসিক ভাবে বিপর্যস্ত, মাথা হেঁট করে স্বীকার করলেন ভুল

তিনি আরও জানিয়েছেন, জনপ্রিয়তার পিছনে দৌড়তে গিয়ে এই ভুল তিনি করে ফেলেছেন। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আন্তরিক দুঃখিত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৫ ১১:১০
Share:
বয়ান রেকর্ড করে বেরিয়ে আসছেন কৌতুকশিল্পী সময় রায়না।

বয়ান রেকর্ড করে বেরিয়ে আসছেন কৌতুকশিল্পী সময় রায়না। ছবি: সংগৃহীত।

বিতর্কে কান পাতা দায়! দেশ জুড়ে কটাক্ষের বন্যা। ‘ইন্ডিয়া গট ল্যাটেন্ট’-এর কৌতুকশিল্পী সময় রায়না তখনও উঁচু গলায় বলেছিলেন, “সময় বদলানোর সময় এসেছে।” কিছু দিনের মধ্যেই সেই ঔদ্ধত্য ফিকে! উঁচু মাথা হেঁট। অপরাধদমন শাখার আধিকারিকদের কাছে বয়ান দিতে গিয়ে নিচু গলায় সেই কৌতুকশিল্পীই জানালেন, তিনি ভুল করে ফেলেছেন। বিতর্ক তাঁকে মানসিক দিক থেকে একদম ভেঙে দিয়েছে। দেখেশুনে আধিকারিকেরা পর্যন্ত নাকি বলে ফেলেছেন, ‘সময় কত বদলে গিয়েছেন’!

Advertisement

‘ইন্ডিয়া’জ় গট ল্যাটেন্ট’ অনুষ্ঠানে বাবা-মায়ের সঙ্গম নিয়ে মন্তব্য করে বিপাকে পড়েছিলেন রণবীর ইলাহাবাদিয়া, সময় রায়না। ঘটনার পরে ক্ষমা চাইলেও বিতর্ক পিছু ছাড়েনি দুই শিল্পীর। বিষয়টি দেশের শীর্ষ আদালত পর্যন্ত গড়ায়। সেখানে রণবীরকে তীব্র ভর্ৎসনা করেন বিচারপতি। দেশ জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। সেই সময় বয়ান রেকর্ডের জন্য একাধিক বার ডাকা হয় একাধিক কৌতুকশিল্পীকে। রায়না, ইলাহাবাদিয়া ছাড়াও তালিকায় ছিলেন অপূর্ব মুখিজা, আশিস চঞ্চলানি। তাঁরা এসে বয়ান দিয়ে যান। বাকি ছিলেন রায়না। সেই সময় কানাডায় একের পর এক শো করছিলেন তিনি। সে সব অনুষ্ঠানেও তাঁকে বিষয়টি নিয়ে মশকরা করতে দেখা গিয়েছিল!

খবর, সোমবার তিনি মহারাষ্ট্রের সাইবার অপরাধদমন শাখার নবি মুম্বইয়ের অফিসে যান। টানা ছ’ঘণ্টা তাঁর বয়ান রেকর্ড হয়। সূত্রের খবর, এই প্রক্রিয়া চলাকালীন সময় রায়না অত্যন্ত বিনীত ভাবে আধিকারিকদের সঙ্গে কথা বলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement