প্রাক্তন স্বামীর দ্বিতীয় বিয়ের আগেই সরব সামান্থা। ছবি: সংগৃহীত।
অবশেষে বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুললেন সামান্থা রুথ প্রভু। আগামী ৪ ডিসেম্বর দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রীর প্রাক্তন স্বামী নাগা চৈতন্য। পাত্রী শোভিতা ধুলিপালা। ২০২১ সালে দাম্পত্যে ইতি টেনেছিলেন নাগা ও সামান্থা। তৃতীয় ব্যক্তি হিসাবে শোভিতা প্রবেশই নাকি বিচ্ছেদের কারণ। যদিও বিবাহবিচ্ছেদের পরে সামান্থার দিকে ধেয়ে এসেছে একের পর এক কটাক্ষ।
বিবাহবিচ্ছেদ হলে সমাজের আতস কাচ কেবল মহিলাদের উপরেই থাকে। মহিলাদের নিয়ে নানা রকমের মন্তব্য করা হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে সামান্থা এমনই মন্তব্য করেন। অভিনেত্রী বলেন, “দুর্ভাগ্যবশত আমরা পুরুষতান্ত্রিক সমাজে বাস করি। কিছু ঘটলেই মহিলাদের উপরে দোষ চাপানো হয়। পুরুষকে কিছুই বলা হয় না, তা নয়। কিন্তু মহিলাদের অনেক বেশি অপমান করা হয়। শুধু সমাজমাধ্যমেই নয়। বাস্তবেও তাঁদেরই নিন্দা করা হয়।”
বিচ্ছেদের সময়ে তাঁর দিকে ধেয়ে আসা কটাক্ষ নিয়েও মন্তব্য করেছেন অভিনেত্রী। সামান্থা বলেন, “আমার বিষয়ে এমন বহু কথা বলা হয়েছে, যেগুলি একেবারে মিথ্যা। পরিস্থিতি যখন খুব খারাপ, তখন আমি নিজের সঙ্গে কথা বলতাম। তাই কোনও প্রতিক্রিয়া দিইনি। বহু বার মনে হয়েছে আমি সত্যিটা সকলকে বলে দিই।”
নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পরে তাঁর মনের সব দরজা বন্ধ হয়ে গিয়েছে, আগেই জানিয়েছিলেন সামান্থা। অভিনেত্রী ভালবাসা প্রসঙ্গে বলেন, “জীবনে এমন বহু মানুষ আসে যাদের মধ্যে স্থিরতা থাকে না। কয়েক মিনিট আগে তারা হয়তো ভালবাসবে। কিন্তু আপনার কোনও কাজ যদি তাদের পছন্দ না হয়, সামান্য কোনও ভুল হলেও তারা আপনাকে ঘৃণা করতে শুরু করবে।” তবে সম্পর্ক ভাঙার পর একা থাকা অভ্যাস হয়েছে সামান্থার। অভিনেত্রী নিজের মধ্যেই শান্তি খুঁজে পেয়েছেন বলে জানিয়েছেন।