Samantha Ruth Prabhu

ঋতুস্রাব মহিলাদের শক্তি ও সুস্থতার প্রতীক, এই নিয়ে এত ফিসফাস কেন: সামান্থা

মহিলাদের দেহে এমন একটি স্বাভাবিক প্রক্রিয়া নিয়ে কেন এখনও এমন নীরবতা এবং ছুঁৎমার্গ? এই প্রশ্ন তোলেন সামান্থা রুথ প্রভু।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ১৯:২৯
Share:
Samantha Ruth Prabhu questions the silence and shame around menstruation

ঋতুস্রাব নিয়ে মন্তব্য সামান্থার। ছবি: সংগৃহীত।

সময় এগিয়ে চলেছে। লিঙ্গ সাম্যের কথাও হচ্ছে প্রায়ই। কিন্তু ঋতুস্রাব নিয়ে এখনও থেকে গিয়েছে নানা ছুতমার্গ। মহিলাদের দেহে এমন একটি স্বাভাবিক প্রক্রিয়া নিয়ে কেন এখনও এমন নীরবতা এবং ছুতমার্গ? এই প্রশ্ন তোলেন সামান্থা রুথ প্রভু। অভিনেত্রী বিভিন্ন বিষয় নিয়ে স্পষ্ট মতামত রাখেন। নিজেও তিনি একাকী ও শক্তিশালী নারী। তাই তাঁর মন্তব্য অনুরাগীদের উপর প্রভাব ফেলে। সম্প্রতি সমাজের এই অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মুখ খুলেছেন সামান্থা।

Advertisement

অভিনেত্রী সাক্ষাৎকারে বলেছেন, “মহিলা হিসেবে আমরা অনেকটা পথ এগিয়ে এসেছি এখন। কিন্তু তাও, ঋতুস্রাবের কথা উঠলে নীরবতা তৈরি হয়। ফিসফাস করা হয়। এটাকে লজ্জার বিষয় হিসেবে ধরে নেওয়া হয়।” এই ধরনের ছুতমার্গ ও পিছিয়ে পড়া ধারণা ছেড়ে বেরনো উচিত বলে মনে করেন সামান্থা। তাঁর কথায়, “আমাদের ঋতুস্রাব শক্তির প্রতীক। সবচেয়ে বড় কথা এটা সুস্থতার লক্ষণ। এই বিষয়টি লুকিয়ে রাখার বা লজ্জা পাওয়ার মতো কিছুই নয়।”

ঋতুস্রাবের সময় নারীদের মন-মেজাজের হেরফেরও হয়। এই বিষয় সামান্থা বলেছিলেন, “ঋতুস্রাব আমাদের মন ও শরীরের উপরেও প্রভাব ফেলে। এই বিষয়টি সম্পর্কে আমাদের অনবরত শিক্ষা নেওয়া উচিত।”

Advertisement

২০২২ সালে সামান্থা ‘মায়োসাইটিস’ নামে এক অটোইমিউন রোগে আক্রান্ত হন। সেই অসুখের সঙ্গে এখনও লড়াই করছেন দক্ষিণী অভিনেত্রী। সামান্থাকে শেষ দেখা গিয়েছে ওয়েবসিরিজ় ‘সিটাডেল হানি বানি’-তে। তাঁর বিপরীতে ছিলেন বরুণ ধওয়ান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement