Samantha Ruth Prabhu

অল্লু ঘরে ফিরতেই জড়িয়ে ধরেন স্ত্রী-সন্তানেরা! কেন এই মুহূর্ত দেখে কেঁদে ফেললেন সামান্থা?

স্ত্রী স্নেহা এ দিন চোখের জল মুছতে মুছতে ছুটে গিয়েছিলেন স্বামীর কাছে। দুই ছেলে-মেয়েও অল্লুকে জড়িয়ে ধরে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪ ১৭:৪১
Share:

অল্লুর পারিবারিক মুহূর্ত দেখে আবেগে ভাসলেন সামান্থা। ছবি: সংগৃহীত।

শুক্রবার হঠাৎই গ্রেফতার করা হয় অল্লু অর্জুনকে। ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা প্রেক্ষাগৃহে ‘পুষ্পা ২: দ্য রুল’-এর বিশেষ প্রদর্শনে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। তারই প্রেক্ষিতে অভিযোগ দায়ের হয় অল্লুর বিরুদ্ধে। শুক্রবার গ্রেফতার করা হয় অল্লুকে। যদিও সেই দিনই অন্তর্বর্তী জামিন দেওয়া হয় অভিনেতাকে। এক রাত সংশোধনাগারে থেকে পরের দিন বাড়ি ফেরেন অল্লু। বাড়ির দরজায় অপেক্ষা করছিলেন তারকার স্ত্রী স্নেহা রেড্ডি। স্বামীকে ফিরতে দেখেই জড়িয়ে ধরেন তিনি। এই আবেগঘন মুহূর্তের ভিডিয়ো নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে। এই ভিডিয়ো শেয়ার করেছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভুও।

Advertisement

স্ত্রী স্নেহা এ দিন চোখের জল মুছতে মুছতে ছুটে গিয়েছিলেন স্বামীর কাছে। দুই ছেলে-মেয়েও অল্লুকে জড়িয়ে ধরে। সামান্থা এই মুহূর্ত দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন। ভিডিয়ো ভাগ করে নিয়ে আবেগঘন সামান্থা লেখেন, “আমি কিন্তু কাঁদছি না। ঠিক আছে!” অশ্রুবিহ্বল ইমোজিও যোগ করে দেন অভিনেত্রী।

সামান্থা নিজেও পরিবার ভালবাসেন। এক সময়ে চেয়েছিলেন প্রাক্তন স্বামী নাগা চৈতন্যের সন্তানের মা হতে। তবে অভিনেত্রীর সেই ইচ্ছে অপূর্ণই থেকে গিয়েছে। তবু এখনও নিজের পরিবার গড়ে তোলার স্বপ্ন রয়েছে সামান্থার। প্রাক্তন স্বামী নাগা চৈতন্য কিছু দিন আগে বিয়ে করেছেন আর এক দক্ষিণী অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে।

Advertisement

অল্লু বাড়ি ফেরার পরে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন নাগাও। বন্ধুকে দেখে আলিঙ্গন করেন ‘পুষ্পা’ অর্জুন। অল্লু বাড়ি ফিরে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন। হাতজোড় করে ক্ষমা চান তিনি। সেই সঙ্গে এ-ও জানান, সন্ধ্যা থিয়েটারে গত ৪ ডিসেম্বর রাতে যে ঘটনা ঘটেছিল, তাতে তাঁর হাত ছিল না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement