Sam Mendes

স্যামের আর্জি

স্যামের মতে, সিনেমা হল ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য ‘আপৎকালীন প্যাকেজ’-এর কথা ভাবা উচিত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ জুন ২০২০ ০০:১৯
Share:

স্যাম

করোনাভাইরাসের জেরে সিনেমা ইন্ডাস্ট্রি অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে। তবে গত তিন মাসেই নিজেদের দাপট শক্ত করেছে নেটফ্লিক্স, অ্যামাজ়নের মতো স্ট্রিমিং জায়ান্ট। লকডাউনের বাজারে তাদের ব্যবসা বেড়েছে লাফিয়ে লাফিয়ে। এই পরিস্থিতিতে সিনেমা হল ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখার জন্য স্ট্রিমিং জায়ান্টদের লাভের একটি অংশ দিয়ে সাহায্য করার আর্জি জানিয়েছেন ব্রিটিশ পরিচালক স্যাম মেন্ডিস। এ বছর অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-এ মনোনয়ন পেয়েছিল তাঁর ওয়র-ড্রামা ‘নাইন্টিন সেভেনটিন’।

Advertisement

স্যামের মতে, সিনেমা হল ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য ‘আপৎকালীন প্যাকেজ’-এর কথা ভাবা উচিত। যাতে চাকুরিরতদের চাকরি বাঁচানো যায়। ফ্রিলান্সারদেরও একটি সাপোর্ট সিস্টেম গড়ে তোলা যায়। স্যাম কিছুটা মজার ছলে এবং কিছুটা কড়া ভঙ্গিতেই বলেছেন, ‘‘কোভিড-১৯ এর জন্য হাজার হাজার মানুষ যেমন অসহায় হয়ে পড়েছেন, আবার অন্য দিকে এক শ্রেণির মানুষ ধনীও হয়েছেন।’’ স্ট্রিমিং পোর্টালদের উদ্দেশে স্যামের বক্তব্য, ‘‘যে ব্যবস্থা এত দিন ধরে শিল্প-সংস্কৃতি-সিনেমাকে লালন করেছে, দুর্দিনে তা বাঁচানোর জন্য নতুন প্ল্যাটফর্মগুলির এগিয়ে আসা উচিত।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement