খেলেছিলেন দিলীপ কুমারও।
ক্রিকেটের সঙ্গে বলিউডের সম্পর্ক দীর্ঘ দিনের। কখনও বা বলি নায়িকারা প্রেমে পড়েছেন ক্রিকেট শাসন করা তারকাদের। কখনও অবসর বিনোদনে ক্রিকেট খেলেছেন পর্দার নায়কেরা। কখনও বা চ্যারিটি ম্যাচে দেখা গিয়েছে বিনোদন দুনিয়াকে। ছয়ের দশকের এমনই এক ক্রিকেট ম্যাচের পুরনো ফুটেজ সম্প্রতি টুইটারে শেয়ার করেছেন সলমন খান।
আরও পড়ুন, জন্মদিনটা নিশ্চিত নয়, মৃত্যুদিনটা খোদাই হয়ে রইল ভারতীয় সিনেমার ইতিহাসে
দিলীপ কুমার রাজ কপূরের খেলা সেই ম্যাচের ভিডিও ভাইরাল হয়েছিল ২০১৬র এপ্রিলে। তখন সেটি ফেসবুকে পোস্ট করা হয়। সোশ্যাল মিডিয়াতেই লেখা হয় ১৯৬২তে মুম্বইয়ের শিবাজি পার্কে ওই চ্যারিটি ম্যাচটি হয়েছিল। ম্যাচ থেকে পাওয়া টাকা দিয়ে সাহায্য করা হয়েছিল মহারাষ্ট্রের খরা বিধ্বস্ত মানুষদের। তবে এই তথ্যের কতটা সত্যতা রয়েছে তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ অন্য একটি সূত্রের মতে ১৯৫৬তে পাতিয়ালার মহারাজ ওই ক্রিকেট ম্যাচের আয়োজন করেছিলেন। এক দিকে রাজ কপূরের টিম। অন্য দিকে দিলীপ কুমারের ব্রিগেড। প্লেয়ারদের মধ্যে ছিলেন শশী কপূর মেহমুদ আই এস জোহর জয় মুখোপাধ্যায় প্রমুখ। সেই ভিডিও শেয়ার করায় সলমনকে ওয়েব ওয়ার্ল্ডে ধন্যবাদ জানিয়েছেন অনুরাগীরা।
দিলীপ কুমার রাজ কপূরের খেলা সেই ম্যাচের ভিডিও ভাইরাল হয়েছিল ২০১৬র এপ্রিলে। তখন সেটি ফেসবুকে পোস্ট করা হয়। সোশ্যাল মিডিয়াতেই লেখা হয় ১৯৬২তে মুম্বইয়ের শিবাজি পার্কে ওই চ্যারিটি ম্যাচটি হয়েছিল। ম্যাচ থেকে পাওয়া টাকা দিয়ে সাহায্য করা হয়েছিল মহারাষ্ট্রের খরা বিধ্বস্ত মানুষদের। তবে এই তথ্যের কতটা সত্যতা রয়েছে তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ অন্য একটি সূত্রের মতে ১৯৫৬তে পাতিয়ালার মহারাজ ওই ক্রিকেট ম্যাচের আয়োজন করেছিলেন। এক দিকে রাজ কপূরের টিম। অন্য দিকে দিলীপ কুমারের ব্রিগেড। প্লেয়ারদের মধ্যে ছিলেন শশী কপূর মেহমুদ আই এস জোহর জয় মুখোপাধ্যায় প্রমুখ। সেই ভিডিও শেয়ার করায় সলমনকে ওয়েব ওয়ার্ল্ডে ধন্যবাদ জানিয়েছেন অনুরাগীরা।