Salman Khan

জন্মদিনে সলমনের বাড়ির সামনে লঙ্কাকাণ্ড, ভাঙল গার্ড রেল, লাঠিচার্জ মুম্বই পুলিশের

মঙ্গলবার সকাল হতেই সলমন খানের বাড়ি সামনে হাজারো অনুরাগীর সমাগম। ভিড় সামলাতে হিমশিম পুলিশ। লাঠিচার্জ করতে হল অনুরাগীদের উপর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২২ ২১:৫৪
Share:

সলমনের বাড়ি সামনে ধুন্ধুমার, লাঠিচার্জ পুলিশের। ছবি: সংগৃহীত।

বলিউডের চিরকুমারের ৫৭ তম জন্মদিন। সোমবার মধ্যরাত থেকেই মায়ানগরীতে শুরু হয়ে গিয়েছিল তোড়জোড়। কিন্তু মঙ্গলবার সকাল হতেই কাতারে কাতারে ভিড় জমতে থাকে সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে। সকলের ইচ্ছে একটাই, এক বার চোখের দেখা দেখবেন প্রিয় তারকাকে। কারও হাতে ফুল, কারও হাতে কেক। কেউ এসেছেন পোস্টার হাতে। বেলা গড়াতেই ভিড় বাড়তে থাকে। ভিড় সামলাতে হিমশিম পুলিশ। লাঠিচার্জ করতে হল অনুরাগীদের উপর।

Advertisement

এমনিতেই প্রতি বছর পানভেলের কাছে নিজের ফার্ম হাউসে জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করেন সলমন খান। কিন্তু এ বছর সেই রেওয়াজ ভেঙে বোন অর্পিতা ভগ্নিপতি আয়ুষ শর্মার বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সলমনের জন্মদিনে যেন বলি তারকাদের চাঁদের হাট। শাহরুখ খান নিজে এসেছিলেন সলমনকে শুভেচ্ছা জানাতে। রাতের পর্ব মিটতেই সকাল থেকে ভিড় জমতে থাকে সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে। সলমনকে একঝলক দেখার জন্য হাজারো লোকের জমায়েত। বাড়ির সামনে রাখা গার্ড রেল ফেলে দিলেন অনুরাগীরা। ততক্ষণে বাড়ির বারান্দায় এসে অনুরাগীদের উদ্দেশে হাত নেড়েছেন সলমন। তাতেই উচ্ছ্বাস যেন দ্বিগুণ বেড়ে যায়। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করতে হল পুলিশকে।

এমনিতেই মাস কয়েক আগে অভিনেতার প্রাণনাশের হুমকি দেয় বিষ্ণোই গ্যাং। তার পর থেকেই নিরাপত্তা নিয়ে বাড়তি সর্তকতা শুরু হয়েছে। এমনিতেই অভিনেতার বাড়ির সামনে জনসমাগমে নিষেধাজ্ঞা রয়েছে। তবে সলমনের জন্মদিন বলে কথা! নিয়মেন তোয়াক্কা না করেই বাড়ির সামনে ভিড় জমান অনুরাগীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement