আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম সলমন: ক্যাটরিনা

অবশেষে প্রাক্তন প্রেমিকের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কইফ। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে স্বীকার করে নিলেন তাঁর জীবনে সলমনের ভূমিকা। বললেন, “আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টির নাম সলমন খান!”

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০১৫ ১৮:০২
Share:

অবশেষে প্রাক্তন প্রেমিকের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কইফ। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে স্বীকার করে নিলেন তাঁর জীবনে সলমনের ভূমিকা। বললেন, “আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টির নাম সলমন খান!”

Advertisement

বলিউডে এখন জোর গুজব, সব ঠিক থাকলে সামনের বছরেই রণবীর কপূরের সঙ্গে বিয়েটা সেরে ফেলছেন ক্যাটরিনা। তাই ইদানীং তিনি আর রণবীর কী করছেন, সবাই তা জানতে অস্থির! অথচ, রণবীরকে নিয়ে মিডিয়ায় তেমন কিছু বলতে প্রায় শোনাই যায় না ক্যাটরিনা কইফকে। বদলে তিনি হালফিলে খুব বেশি করে বলছেন অন্য নায়কদের সঙ্গে তাঁর সম্পর্কের কথা। কিছু দিন আগেই তিনি জানিয়েছিলেন, রণবীর নয়, অক্ষয় কুমারের সঙ্গেই তাঁর জুটি সেলুলেয়েডে সবচেয়ে ভাল দেখায়! আর এ বার তাঁর জীবনে রণবীরের ভূমিকা কতটা, সেটা জানানোর আগে ঋণ স্বীকার করলেন প্রাক্তন প্রেমিকের।

সলমনকে নিয়ে ঠিক কী বলছেন ক্যাটরিনা?

Advertisement

ক্যাটরিনার জবানবন্দি, “এই জগতে সলমনের মতো মানুষ বড় একটা দেখা যায় না। সলমন খুবই ইউনিক এক জন মানুষ। আমার জীবনে সব সময়েই ওর ঋণ থেকে যাবে। ওকে ছাড়া আমার এগিয়ে চলাটা আরও বেশি কঠিন হত!”

অবশ্য, শুধুই সলমন নন! তাঁর জীবনে এবং বলিউডের কেরিয়ারে সলমনের সঙ্গে অজস্র সহযোগিতা যে করেছে তাঁর পরিবারও, সে কথাও জানাতে ভুলছেন না নায়িকা। বলছেন, “যে কয়েক জন মানুষকে আমি গভীর ভাবে শ্রদ্ধা করি, তাঁদের মধ্যে সলমনের মা-বাবা রয়েছেন। ওঁদের কথা আমি কোনও দিন ভুলব না!’

তবে, সলমনের পরিবারের মধ্যে ক্যাটরিনা বিশেষ করে বলেছেন নায়কের বোন অলবিরা খানের কথা। অলবিরাই না কি এক সময়ে ছিলেন ক্যাটরিনার মানসিক শান্তির উৎস। কেরিয়ারের একটা সময়ে পর পর ফ্লপ ছবির মধ্যে দিয়ে যেতে যেতে খুবই ভেঙে পড়েছিলেন ক্যাটরিনা। “অলবিরা সেই সময়ে আমায় নানা আধ্যাত্মিক জায়গায় নিয়ে যায়। আমি নিজেও যে হেতু ঈশ্বরে বিশ্বাসী, তাই ওই জায়গাগুলোয় গিয়ে শান্তি খুঁজে পাই”, বলছেন ক্যাটরিনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement