Saif Ali Khan

কী ভাবে সুস্থ হলেন এত তাড়াতাড়ি! কৌতূহলের মধ্যেই ফের লীলাবতী হাসপাতালে সইফ

জানুয়ারি মাসের ঘটনা। ফেব্রুয়ারিতেও থামেনি সইফকে নিয়ে জল্পনা। এর মাঝে রবিবার ফের লীলাবতী হাসপাতালে দেখা গেল অভিনেতাকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৩২
Share:
ফের লীলাবতী হাসপাতালে সইফ আলি খান।

ফের লীলাবতী হাসপাতালে সইফ আলি খান। ছবি: সংগৃহীত।

ছ’বার ছুরির কোপ পড়েছিল শরীরে। শিরদাঁড়ার কাছে বিঁধে ছিল ভাঙা ধাতব ফলা। সেখান থেকে বেরিয়ে এসেছিল সেরিব্রো-স্পাইনাল তরল। যাঁর শরীরের এমন ধকল গিয়েছে, তিনি মাত্র পাঁচ দিনেই সুস্থ হয়ে, গটগটিয়ে হেঁটে ফিরেছিলেন বাড়ি। সইফের এমন বীরদর্পে প্রত্যাবর্তন দেখে ফিসফাস শুরু করেন অনেকে। কেউ আবার সরাসরি প্রশ্ন তোলেন, এমন গুরুতর আঘাত লেগেছিল যাঁর, তিনি মাত্র পাঁচ দিনে এমন সুস্থ হলেন কী ভাবে? কেউ কেউ এক ধাপ এগিয়ে গোটা ঘটনাকে ‘সাজানো’ বলেও ব্যাখা দিয়েছেন। জানুয়ারি মাসের ঘটনা। ফেব্রুয়ারিতেও সইফকে নিয়ে জল্পনা থামেনি। এর মাঝে রবিবার ফের লীলাবতী হাসপাতালে দেখা গেল অভিনেতাকে।

Advertisement

পরনে সাদা টিশার্ট, ডেনিম প্যান্ট, চোখে রোদ চশমা, চুলে উল্টে আঁচড়ানো পরিপাটি। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই হাসপাতালে ঢুকলেন সইফ। এ বারও একেবারে ঋজু তিনি। যদিও প্রথমবার হাসপাতাল থেকে ফেরার দিন আলোকচিত্রী দেখে অভিবাদন জানিয়েছিলেন। এ বার সে সব এড়িয়ে গেলেন। সোজা হাসপাতালে ঢুকে গেলেন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সময়ই চিকিৎসকেরা বলে দিয়েছিলেন মাঝে মধ্যেই এসেই তাঁকে চেকআপ করাতে হবে। সে রকমই ‘রুটিন চেকআপে’ গিয়েছিলেন তিনি। চিকিৎসকেরা আপাতত বিশ্রাম নিতে বলেছিলেন তাঁকে। সম্প্রতি নেটফ্লিক্সের অনুষ্ঠানে দেখা গিয়েছিল সইফকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement