জীবন নিয়ে উত্তেজিত ডেডপুল

সময়টা ভালই যাচ্ছে রায়ান রেনল্ডসের। গত বছর ‘ডেডপুল’ ছবি সুপারহিট। সমালোচকদেরও ভাল লেগেছে। হাতে এখন আবার তিন-তিনটে ছবি। ‘ডেডপুল’ ছবির সিকুয়েল তো আছেই, সঙ্গে ‘লাইফ’ আর ‘দ্য হিটম্যানস বডিগার্ড’।

Advertisement
শেষ আপডেট: ০৮ মার্চ ২০১৭ ০১:০২
Share:

সময়টা ভালই যাচ্ছে রায়ান রেনল্ডসের। গত বছর ‘ডেডপুল’ ছবি সুপারহিট। সমালোচকদেরও ভাল লেগেছে। হাতে এখন আবার তিন-তিনটে ছবি। ‘ডেডপুল’ ছবির সিকুয়েল তো আছেই, সঙ্গে ‘লাইফ’ আর ‘দ্য হিটম্যানস বডিগার্ড’।

Advertisement

‘লোগান’ ছবির আগে ‘ডেডপুল’ শর্ট ফিল্মও প্রশংসা পেয়েছে বেশ। তবে প্রশংসায় ভেসে যাওয়ার পাত্র নন রায়ান। বরং মুখিয়ে আছেন এ মাসের শেষে রিলিজ করতে চলা ‘লাইফ’ ছবি নিয়ে। ছোট থেকে কল্পবিজ্ঞানের গল্পের ফ্যান রায়ানের কাছে ‘লাইফ’ ছবিতে অভিনয় করা হাতে চাঁদ পাওয়ার মতো। নিজেই এক বিবৃতিতে জানিয়েছেন, ‘‘কোনও ছবির শ্যুটিংয়ে এত মজা করিনি। সেটটা যেন বাড়ির ড্রয়িংরুম
হয়ে গিয়েছিল।’’

আসলে সহ অভিনেতা জেক গ্ল্যানহ্যালের সঙ্গে ভাল বন্ধুত্ব হয়ে গিয়েছে রায়ানের। আর সেটা হয়েছে এই ছবির শ্যুটিং চলাকালীন। ‘‘আমরা তো দু’জনে ভাইয়ের মতো হয়ে গিয়েছি,’’ বলেন তিনি।

Advertisement

‘লাইফ’ ছবির গল্পটাও আকর্ষণীয়। মঙ্গলগ্রহতে পাওয়া এক প্রাণী নিয়ে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গবেষণা করবেন ছয় বিজ্ঞানী। রায়ান তাঁদের একজন। মঙ্গলে কি তবে প্রাণের অস্তিস্ত্ব আছে? সেটা জানতে অবশ্য মার্চের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement