বয়সের সঙ্গে সঙ্গে বলিউডের এই নায়কদেরও কিন্তু টাক পড়েছিল। এক-দু’বার যে ক্যামেরায় ধরা পড়েনি, তাও নয়। কিন্তু হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করে ফের বদলে ফেলেছেন লুকস। তবে স্বীকার করেননি কেউই। বলি মহলে কিন্তু গুঞ্জন রয়েছে, এঁরা নাকি টাক ঢেকেছেন।
অমিতাভ বচ্চন: একটি টেলিভিশন শোয়ে বিগ বির মাথার ফাঁকা অংশ দেখা গিয়েছিল। যদিও এর কিছু দিনের মধ্যেই সেই ফাঁকা অংশ চুলে ঢাকা পড়ে যায়। ট্রান্সপ্ল্যান্ট করিয়েছিলেন তিনি, গুঞ্জন ছিল এমনটাই। কেউ বলেন, এখন নাকি তিনি পরচুলা ব্যবহার করেন।
সঞ্জয় দত্ত: মাথার ফাঁকা অংশ ঢাকতে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়েছিলেন সঞ্জুও। তবে লুকস নিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করেছেন তিনি।
গোবিন্দা: বয়সের সঙ্গে সঙ্গে পাতলা হয়ে আসছিল চুল। তখনই নাকি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করে নেন তিনি।
অক্ষয় কুমার: আক্কিও হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়েছিলেন। টিনসেল টাউনে গুজব ছিল এমনটাই।
সলমন খান: চার-চার বার নাকি অস্ত্রোপচার-সহ হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়েছেন বলিউডের ভাইজান!
অক্ষয় খন্না: হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়েছেন নাকি অক্ষয়ও। তবে তা খুব একটা কাজে দেয়নি। ‘দিল চাহতা হ্যায়’-এর সময় থেকেই ওই লুকসটাই একটু অদলবদল করে ‘টাক’-কেই দিব্যি ‘ক্যারি’ করছেন ‘ইত্তেফাক’ অভিনেতা।