Rohit Shetty

বলিউডের মন্দা নিয়ে এত সমালোচনা কেন? অতিমারি ভুলে গেলে চলবে না, দাবি পরিচালকের

‘সার্কাস’-এর পরিচালকের মতে, অতিমারি এসে তছনছ করে দিয়েছে দু’টি বছর। যার প্রভাব পড়েছে বলিউডেও।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ ১৯:০৮
Share:

বলিউডের ভবিষ্যৎ এখনই বিচার করা বুদ্ধিমানের কাজ নয়, মনে করছেন পরিচালক রোহিত শেট্টি। ফাইল চিত্র

একের পর এক ছবি ব্যর্থ। তবু, বলিউডের ভবিষ্যৎ এখনই বিচার করা বুদ্ধিমানের কাজ নয়, মনে করছেন পরিচালক রোহিত শেট্টি। তাঁর মতে, এখন গুছিয়ে নেওয়ার সময়। আরও কিছু দিন সময় দেওয়া উচিত ইন্ডাস্ট্রিকে।

Advertisement

‘সার্কাস’ পরিচালকের মতে, অতিমারি এসে তছনছ করে দিয়েছে ২টি বছর। যার প্রভাব পড়েছে বলিউডেও। তৈরি ছবির মুক্তি আটকে গিয়েছে। বহু ছবির শুটিং বন্ধ হয়ে গিয়েছে প্রস্তুতিপর্বেই। সেই পরিস্থিতি কাটিয়ে সদ্য ঘুরে দাঁড়াতে শুরু করেছে ইন্ডাস্ট্রি। তার মধ্যেও কি ভাল কাজ হয়নি?

রোহিত মনে করিয়ে দেন, করোনা আবহে গত বছরই মুক্তি পেয়েছিল ‘সূর্যবংশী’। তার পর বছর শুরু হয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’, ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ দিয়ে। অতিমারির হানা এ বারও বিঘ্ন ঘটায়। তবু বছরের মাঝামাঝি বিপুল জনপ্রিয়তা পেয়েছে ‘ভুল ভুলাইয়া ২’-এর মতো ছবি। রয়েছে ‘ব্রহ্মাস্ত্র’, ‘দৃশ্যম ২’-এর উদাহরণও। রোহিতের মতে, এমন অনেক কাজই বলিউডকে অন্ধকার থেকে টেনে তুলছে একটু একটু করে। তা ছাড়া, সর্বভারতীয় কাজের নিরিখে দক্ষিণী ছবির অবদানের কথাও উল্লেখ করেন রোহিত। তাঁর কথায়, “ইন্ডাস্ট্রি ধসে গিয়েছে ভেবে ভেঙে পড়ার কোনও কারণ নেই। অনেক পথ চলা বাকি।”

Advertisement

রোহিত পরিচালিত ‘গোলমাল ৫’ মুক্তি পাবে নতুন বছরে। তার আগে এক অনুষ্ঠানে এসে আশা দেখালেন তিনি। দর্শকের হাততালির শব্দে বোঝা গেল, তাঁর সঙ্গে বাকিরাও একই স্বপ্ন দেখেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement