১৯৯৩ সালে ‘আঁখে’ ছবিতে অভিনয় করে নজর কাড়েন মাত্র সতেরো বছরেরঋতু শিবপুরি। বাবা ওম শিবপুরি ছিলেন হিন্দি চলচ্চিত্র দুনিয়ার এক চেটিয়া ‘ভিলেন’ ও ‘ক্যারেক্টার আর্টিস্ট’। আর মা, সুধা তো টেলিভিশন জগতের ‘বা’ হিসেবেই বেশি পরিচিত। এ হেন মা-বাবার মেয়ে অভিনয় জগতে আসবে, সেটাই স্বাভাবিক। এবং প্রথম ছবিতেই দর্শকদের মন জয় করে নেওয়াটাও ছিল খুবই সহজ। কিন্তু এক-দুটি ছবি করে হঠাৎই তিনি অন্তরালে চলে যান। তারপর স্বামী-সংসার-যমজ সন্তান নিয়ে কেটে গেছে তেরো বছর। এ বার পুনিত ইসারের পরিচালনায় ‘হি-ম্যান’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আবার দেখা যাবে ঋতুকে।
ছবিতে মুখ্য চরিত্রের বৌদি হিসেবে দেখা যাবে ঋতুকে। এবং অভিনেত্রী মনে করেন এই ছবি তাঁর প্রত্যাবর্তনের জন্য ‘পারফেক্ট’। গোবিন্দর বিপরীতে ‘আঁখে’ ছবিতে কাজ করার পর অনেকেই তাঁকে ‘সেক্সি’ জিনাত আমন ও পরভিন বাবির সঙ্গে তুলনা করেন। ঋতু অবশ্য তেমনটা কখনই ভাবেননি। “আমি মা-বোন-বৌদি এমনকী কোনও পুরুষ চরিত্রেও অভিনয় করতে পারি”!— জানিয়েছেন তিনি।