Entertainment News

‘রাজ কপূরের বায়োপিক হলে ইন্ডাস্ট্রির অনেকেই আঘাত পাবেন’

কপূর পরিবারের সদস্যরা রাজ কপূরের বায়োপিকের বিরোধী। রাজ কপূরের স্ত্রী কৃষ্ণা কপূর এখনও জীবীত। মূলত, তাঁদের মা বেঁচে থাকা পর্যন্ত বায়োপিকের অনুমতি দেওয়া হবে না বলেই সাফ জানিয়েছেন ঋষি।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৭ ১৩:১৮
Share:

রাজ কপূরের বায়োপিক নিয়ে কী বললেন ঋষি?

বলিউডে বায়োপিকের ছড়াছড়ি। রোম্যান্টিক, অ্যাকশন, থ্রিলার, কমেডি— সব জঁরের থেকে বক্স অফিস কালেকশনের নিরিখেও ইদানীং বাজিমাত বায়োপিকের। ফুলনদেবী থেকে নেতাজি, মেরি কম থেকে ধোনি— সবার জীবন নিয়েই ছবি হচ্ছে। সুপারহিটও হচ্ছে। এই বায়োপিকের পছন্দের তালিকায় স্বাভাবিক ভাবেই প্রথম সারিতে রাজ কপূরের নাম। কিন্তু সব জল্পনায় কার্যত গামলা ভরে ঢল ঢেলে দিয়েছেন তাঁর ছেলে ঋষি কপূর।

Advertisement

কপূর পরিবারের সদস্যরা রাজ কপূরের বায়োপিকের বিরোধী। রাজ কপূরের স্ত্রী কৃষ্ণা কপূর এখনও জীবীত। মূলত, তাঁদের মা বেঁচে থাকা পর্যন্ত বায়োপিকের অনুমতি দেওয়া হবে না বলেই সাফ জানিয়েছেন ঋষি।

আরও পড়ুন, ক্যানসারের চতুর্থ স্টেজে অভিনেতা টম অল্টার, ভর্তি হাসপাতালে

Advertisement

আরও পড়ুন, বলিউডের নতুন নায়ক সানি দেওলের ছেলে কর্ণ

ওই অভিনেতা জানিয়েছেন, বলিউডের কিংবদন্তি অভিনেতা ও পরিচালক রাজ কপূরের বায়োপিক হলে তাতে রং চড়ানো হবে না। কারণ, বর্তমান প্রজন্ম রাজ কপূরের ব্যক্তিগত ও পেশাদার জীবন সম্পর্কে জানতে আগ্রহী। তবে যদি বায়োপিক হয়, তা হলে সেটি বিশেষ যত্ন সহকারে তৈরি করা হবে। যাতে কারও ভাবাবেগে আঘাত না লাগে।

১৯৫১ সালের ‘আওয়ারা’ ছবিতে নার্গিস ও রাজ কপূর। ছবি— সংগৃহীত।

কিছু দিন আগে আত্মজীবনী ‘খুল্লম খুল্লা: ঋষি কপূর আনসেন্সর্ড’-এ রাজ কপূরের সঙ্গে নার্গিসের সম্পর্কের কথা লিখেছেন ঋষি কপূর। তিনি এ-ও লিখেছেন, তাঁর বোন এক বার সুনীল দত্তর সঙ্গে দেখা করে রাজ কপূরের বায়োপিক করার অনুমতি চেয়েছিলেন। কিন্তু সুনীলের আপত্তি ছিল। আসলে, রাজ কপূরের সঙ্গে সুনীলের স্ত্রী এবং সঞ্জয় দত্তের মা নার্গিসের যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তা বায়োপিকের প্রয়োজনে লেখা হলে তাতে ইন্ডাস্ট্রির অনেকেই আঘাত পেতে পারেন বলে মনে করেন ঋষি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement