সুশান্ত মামলায় স্বস্তি রিয়ার। ছবি: সংগৃহীত।
অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু নিয়ে জট যেন কাটছিলই না। ২০২০ সালের ১৪ জুন অভিনেতার মৃত্যু নিয়ে তোলপাড়া হয় গোটা দেশ। সেই ঘটনার পর প্রায় পাঁচ বছর কেটে গিয়েছে। আত্মহত্যা নয়, সুশান্তকে খুন করা হয় বলেই অভিযোগ জানান অভিনেতার বাবা। সেই ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন সুশান্তের প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সেই সময় হাজতবাসও হয় রিয়া ও তাঁর ভাইয়ের। শনিবার মুম্বই আদালতকে সিবিআই এই মামলার অন্তিম রিপোর্ট জমা দিল। প্রাথমিক ভাবে, মামলাটি আত্মহত্যা বলেই জানানো হয়েছিল। চূড়ান্ত রিপোর্টে সেটাই নিশ্চিত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, আত্মহত্যাই করেছিলেন অভিনেতা। তদন্তে খুন বা মাদক সংক্রান্ত কোনও দিক উঠে আসেনি।
সুশান্তের মামলা বন্ধ হওয়ার খবর প্রকাশ্যে আসতেই নিজের মক্কেল রিয়ার হয়ে সুর চড়ালেন তাঁর আইনজীবী। পাশাপাশি কেন্দ্রীয় সংস্থার কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন সতীশ মানেশিন্ডে। তিনি বলেন, ‘‘আমরা সিবিআইয়ের কাছে কৃতজ্ঞ। তারা এই মামলার প্রতিটি দিক পুঙ্খানুপুঙ্খ তদন্ত করেছে এবং তার পর এই মামলাটি বন্ধ করেছে।’’
মানেশিন্ডে গণমাধ্যমের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, “সমাজমাধ্যম এবং গণমাধ্যমে যে পরিমাণ মিথ্যা বর্ণনা প্রচার করা হয়েছে তা একেবারেই অপ্রয়োজনীয়। মহামারির কারণে সবাই টিভি এবং সমাজমাধ্যমেই আটকা পড়ে ছিল। তাই কোনও বড় ঘটনা না ঘটলে, নিরীহ মানুষকে ধরে ধরে রীতিমতো হেনস্থা করা হয়েছে।’’ তবে এমন একটা কঠিন সময় ধৈর্য ধরে নীরব থাকার জন্য ও এমন অমানুষিক যন্ত্রণা সহ্য করার জন্য রিয়ার পরিবারকে কুর্নিশ জানান অভিনেত্রীর আইনজীবী।