Rakhi Sawant

বয়ান দিতে প্রস্তুত রাখি, ক্ষোভের পরে রণবীরের বিতর্কিত মন্তব্যের তদন্তে সাহায্যের আশ্বাস

রণবীর ইলাহাবাদিয়া ও সময় রায়নার বিতর্কিত মন্তব্যের তদন্তে সমন পাঠানো হয়েছিল রাখির কাছেও। কিন্তু তিনি বেঁকে বসেন। পাল্টা নানা অনুযোগ রেখে ক্ষোভ উগরে দেন। অবশেষে মত বদল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৩৬
Share:
Image of Rakhi Sawant

মত পাল্টালেন রাখি সবন্ত। ছবি: সংগৃহীত।

অবশেষে মহারাষ্ট্র সাইবার সেলের কাছে বয়ান দিতে প্রস্তুত রাখি সাবন্ত। রণবীর ইলাহাবাদিয়া ও সময় রায়নার বিতর্কিত মন্তব্যের তদন্তে সমন পাঠানো হয়েছিল রাখির কাছেও। কিন্তু তিনি বেঁকে বসেন। পাল্টা নানা অনুযোগ রেখে ক্ষোভ উগরে দেন। সূত্রের খবর, তদন্তে সব রকম সাহায্যের আশ্বাস মিলেছে রাখির তরফে।

Advertisement

‘ইন্ডিয়া’জ় গট ল্যাটেন্ট’ নামে একটি অনুষ্ঠানে রণবীরের অশালীন মন্তব্যকে কেন্দ্র করে একাধিক অভিযোগ দায়ের হয়েছে রণবীর ও সময়ের বিরুদ্ধে। এই অনুষ্ঠানে আসা অতিথিদেরও জিজ্ঞাসাবাদ করেছে মুম্বই পুলিশ। অনুষ্ঠানে রাখি সাবন্তও একাধিক বার অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানে। তাই তাঁকে ২৭ ফেব্রুয়ারি, সোমবার তলব করা হয়েছে মহারাষ্ট্র সাইবার সেলের তরফে। যদিও এই সমনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন রাখি। তাঁর কথায়, “ধর্ষণের অনেক মামলা জমে, সে সব আগে সমাধান করুন!”

তা ছাড়া দুবাইয়ে থাকার কারণে ভিডিয়ো কলের মাধ্যমে বয়ান দেবেন বলে জানিয়েছিলেন তিনি। তাঁর আরও বক্তব্য, তিনি শুধুমাত্র সাক্ষাৎকার দিতে গিয়েছিলেন। কোনও অশ্লীল কথা বলেননি। রাখির মতে, এই মুহূর্তে তাঁর হাতে কাজ নেই। কোনওমতে দুবাইয়ে দিন গুজরান হয়। তাই তাঁকে ফোন করে আদতে তদন্তে কোনও লাভ হবে না।

Advertisement

‘ইন্ডিয়া’জ় গট ল্যাটেন্ট’ অনুষ্ঠানে রণবীর এক প্রতিযোগীকে বলে বসেন, “বাবা-মাকে সঙ্গম করতে দেখবে, না কি নিজেও এক বার যোগ দিয়ে তাঁদের সঙ্গম স্থায়ী ভাবে বন্ধ করতে উদ্যত হবে?” এই মন্তব্য নিয়ে তীব্র কটাক্ষের মুখে পড়েন রণবীর। বিতর্কের আবহে প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন রণবীর। তিনি জানিয়েছিলেন, ‘কমেডি’ সম্পর্কে তাঁর কোনও ধারণাই নেই।

ইতিমধ্যেই নিজের বয়ান দিয়েছেন রণবীর। পুলিশের কাছে নিজের ভুল স্বীকার করে জানিয়েছেন, তাঁর এই ধরনের মন্তব্য করা উচিত হয়নি। সময় রায়না তাঁর বন্ধু। সেই বন্ধুত্বের খাতিরেই কোনও রকম পারিশ্রমিক ছাড়াই অনুষ্ঠানের সেই পর্বে যোগ দিয়েছিলেন রণবীর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement